ঢাকাSunday , 18 May 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বীরগঞ্জে সংবাদ সম্মেলনে জমি মালিক আশ্রয়নে ঘর না পেয়ে ঘুরে ফিরছে প্রশাসনের দ্বারে দ্বারে

Mahamudul Hasan Babu
May 18, 2025 2:32 pm
Link Copied!

বীরগঞ্জ, (দিনাজপুর) প্রতিনিধি : পরিকল্পিত ভাবে বসতবাড়ি থেকে উচ্ছেদ হওয়া দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পাল্টাপুর ইউনিয়নের ভোগডোমা আশ্রয়ন প্রকল্পের বাসিন্দা ও জমি মালিক মৃত আবুল কালামের কন্যা নাজমা বেগম সংবাদ সম্মেলন করেছেন। ১৮ মে’২০২৫ বিকেলে বীরগঞ্জ প্রেসক্লাব হলরুমে এক লিখিত বক্তব্যে তিনি জানান, তার পিতা আবুল কালাম আজাদ ওই আশ্রয়ন প্রকল্পের ১৮৩৯/১৮৭০ দাগে বাস্তু ৮ শতাংশ এবং আবাদি ৩৮ শতাংশ মোট ৪৬ শতাংশ জমি, বিগত ১৬ এপ্রিল ২০০১ সালে সরকার কর্তৃক ৩৫৮৭ দলিল নম্বরে প্রাপ্ত হন।জমির মালিক ও পিতা মৃত্যুর পর থেকে নাজমা বেগম আশ্রয়ণের ১৪ নম্বর ব্র্যাকে ৯ নম্বরে রুমে পরিবার পরিজন নিয়ে শান্তিপূর্ণ বসবাস করে আসছেন। কিন্তু সম্প্রতি ভূতপূর্ব ইউএনও ফজলে এলাহী টিনের ব্র্যাক গুলো ভেঙ্গে পাকা ঘর নির্মাণকালে অতি সুক্ষ্ম কৌশলে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার শহিদুল ইসলামের দ্বারা আমাকে অন্যত্র সরিয়ে রেখে মজিদের পুত্র তারা মিয়াকে নতুন নির্মিত পাকা ঘরে মোটা ঘুষ বানিজ্যের মাধ্যমে ঢুকিয়ে দেয়। আমি আমার বাবার দানকৃত জায়গা ও বাড়ি থেকে নিরাশ্রয় হয়ে অন্যের বাড়িতে সপরিবারে আশ্রিত অবস্থায় মানবেতর জীবনযাপন করছি। এ ঘটনায় ৮ মে’২৯২৫ তারিখে উপজেলা নির্বাহী অফিসার এবং অফিসার ইনচার্জ বীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়ে দ্বারে দ্বারে ঘুড়ছি কিন্তু কোন সুরাহা পাচ্ছি না। হতদরিদ্র নারী হিসেবে আমি প্রশাসনের সর্বোচ্চ মহলসহ সংশ্লিষ্ট সকলের সহানুভূতি কামনা করছি। প্রচলিত আইন এবং হকদার হিসেবে আমার বসতবাড়ী, আবাদি জমি ফেরত দিতে সকলের সক্রিয় সহযোগিতা চাই। সংবাদ সম্মেলনে এসময় উপস্থিত ছিলেন নাজমা বেগমের স্বামী সুকুমদ্দিন, ছেলে আলমগীর ও জামাই শাহ্ আলম।