বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার রোগীর সেবায় সার্বক্ষণিক নিয়োজিত হওয়ার কথা বললেও বাস্তবে যেন মরণফাঁদ।
প্রশিক্ষণবিহীন ক্লিনিকবয় দ্বারা সিজারিয়ান অপারেশনে কাটাছেঁড়া থেকে সেলাই সম্পন্ন করা, ডাক্তারের পরিবর্তে ক্লিনিকের নিজস্ব লোকজন দিয়ে ব্যবস্থাপত্রে ছাড়পত্র প্রদান, স্বাভাবিক নিয়মে রোগীর স্যাম্পল সংগ্রহ করলেও কোনরকম পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই রিপোর্ট সরবরাহের মত গুরুতর অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে।
উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা আলমগীর হোসেন অভিযোগ করে বলেন, “আমার স্ত্রী অসুস্থ হয়ে পরলে জনৈক ব্যক্তির পরামর্শে নিরাময় নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তার আমার স্ত্রীকে পর্যবেক্ষণ করে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেয়। সেই মোতাবেক নিরাময় নার্সিংহোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান তুহিন কয়েকটি টেস্ট উক্ত ডায়াগনস্টিক সেন্টারে এবং অপর একটি টেস্ট দিনাজপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট করিয়ে তিন দিনের মধ্যে সরবরাহ করার শর্তে আলাদা ১২০০ টাকা গ্রহণ করে। যথানিয়মে তিন দিন পর রিপোর্টও সরবরাহ করে আমার কাছে। সেই রিপোর্ট অনুযায়ী ডাক্তারের ব্যবস্থাপত্রে ওষুধ খাওয়ানোর দিনই আমার স্ত্রীর অবস্থা আশঙ্কাজনকভাবে খারাপ হতে থাকলে দ্রুত ঠাকুরগাঁও জেলা সদরে ডাক্তার আইরিস রহমানের শরণাপন্ন হই। তিনিও পূর্বের ন্যায় একই টেস্ট দিনাজপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে করে আনতে বলেন। তাৎক্ষণিক আমাদের হাতে থাকা নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে সরবরাহকৃত পপুলার ডায়াগনস্টিক সেন্টারের টেস্ট রিপোর্ট ডাক্তারকে দেখালে তিনি সরবরাহকৃত রিপোর্টটিকে ভুয়া হিসেবে অভিহিত করেন। এমতাবস্থায় নতুন করে দিনাজপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে উক্ত টেস্টের রিপোর্ট হাতে আসার পর বুঝতে পারি নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান তুহিনের সরবরাহ করা রিপোর্টের সাথে এর কোন মিল নেই। পরবর্তীতে টেকনিশিয়ান তুহিন এর কাছে রিপোর্টের ব্যাপারে আসল ঘটনা জানতে চাইলে প্রথমে উল্টাপাল্টা বুঝ দিতে থাকেন, কিন্তু নতুন রিপোর্টের কাগজ দেখানোর পর টেকনিশিয়ান তুহিন ভুল স্বীকার করে টাকা দিয়ে আমাকে ম্যানেজ করতে জোর চেষ্টা চালান। একই দিনে ঘটনা সম্পর্কে ক্লিনিকের মালিক উজ্জলের সাথে কথা বলতে গেলে তিনিও একই কায়দায় ঘটনা ধামাচাপা দিতে আমাকে ম্যানেজ করতে ব্যস্ত হয়ে উঠেন। উপায়ান্তর না পেয়ে আমি বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. লুৎফুল কবিরকে বিষয়টি অভিযোগ আকারে অবহিত করি। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই”।
এ বিষয়ে নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ল্যাব টেকনিশিয়ান তুহিনের কাছে জানতে চাওয়া হলে তিনি এই প্রতিবেদকের কাছে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রোগীর স্যাম্পল নিয়েছিলাম দিনাজপুর পপুলার ডায়াগনস্টিক সেন্টার থেকে রিপোর্ট করিয়ে দেবো বলে, কিন্তু স্যাম্পল না পাঠিয়ে কম্পিউটার থেকে নিজমতো করে একটা রিপোর্ট প্রিন্ট দিয়ে সরবরাহ করে ভুল করেছি। আমি রোগীর লোকজনকে ক্ষতিপূরণ হিসেবে কিছু টাকা পয়সা দিয়ে বিষয়টি মিটমাট করে ফেলব। আপনারা দয়া করে কিছু লিখবেন না।”
এদিকে বোদা পৌরসভা এলাকার বাসিন্দা ও আটোয়ারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মো. ইয়াবুর জানান, “কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হওয়ায় আমার ব্যাংকার শ্যালক কে ডাক্তারের পরামর্শে নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা-নিরীক্ষার জন্য গেলে তারা এইচবিএস পজিটিভ দেখিয়ে স্পর্শকাতর রিপোর্ট সরবরাহ করে, যা দেখে আমরা হতবিহবল হয়ে পরি। পরবর্তীতে অন্য জায়গায় পুনরায় পরীক্ষা-নিরীক্ষা করার পর তেমন কিছুই পাওয়া যায়নি। ঘটনাটি আমাদেরকে সামাজিক, অর্থনৈতিক এবং পারিবারিক জীবনে ভীষণ হতাশাগ্রস্ত করে তুলেছিল”। তিনি আরো বলেন একটি চিকিৎসা প্রতিষ্ঠানের এমন কাণ্ডজ্ঞানহীন কাজ কোনভাবেই মেনে নেয়া যায় না।
উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের শমসেরনগর এলাকার বাসিন্দা বিপ্লব হোসেন জানান, আমার দূর সম্পর্কের এক বোনের সিজারিয়ান অপারেশনে ডাক্তারের উপস্থিতিতে ওয়ার্ডবয় অভি অপারেশনের যাবতীয় কাজ সম্পন্ন করেছিলো। পরবর্তীতে বিষয়টি নিয়ে ক্লিনিকের লোকজনের সাথে অনেক বাগবিতণ্ডা হয় কিন্তু কোন সুরাহা মেলেনি।
নিরাময় নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল জানান, বিষয়গুলো আমি জানি। পঞ্চগড় ডায়াগনস্টিক সমিতির সঙ্গে পরামর্শ করে সুরাহার চেষ্টা করছি।
বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুল কবীর বলেন ভুল রিপোর্ট এর ব্যাপারে একজন জানিয়েছে, ইতিমধ্যে একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
পঞ্চগড় জেলা সিভিল সার্জন বলেন, বিষয়টি আমার নজরে এসেছে। নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বদ্ধপরিকর।