ঢাকাTuesday , 15 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ৩৮ রাউন্ড গুলি  উদ্ধার

Mahamudul Hasan Babu
July 15, 2025 2:42 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের মুজিবনগর উপজেলার শিবপুর মাঠপাড়া আলমের বাড়িতে অভিযান চালিয়ে একটি পিস্তল ও ৩৮ রাউন্ড অ্যামুনিশন উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার ভোররাতে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে সন্ত্রাসী, অস্ত্রধারী, মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, ছিনতাইকারী, দালাল চক্র ও এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে সেনাবাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার ভোরে সেনাবাহিনীর একটি টহল দল মুজিবনগরের শিবপুর গ্রামের জাকির গাইনের ছেলে আলম হোসেনের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তার বাড়ি থেকে একটি পিস্তল ও ২২ বোরের ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে।