ঢাকাTuesday , 15 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে প্রণোদনার আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ সার ও আমের চারা বিতরণের শুভ উদ্বোধন

Mahamudul Hasan Babu
July 15, 2025 5:27 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে ২০২৪-২৫ অর্থ বছরের খরিপ-১ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ, শীতকালীন পেঁয়াজ (কন্দ),ফসল এর বীজ ও রাসায়নিক সার এবং কলা ও আমের চারা উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে প্রণোদনা কর্মসূচীর আওতায় বীজ ও সার বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার সকাল সাড়ে ১১ টার সময় উপজেলা পরিষদ সভাকক্ষের সামনে উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠানের শুরুতেই কৃষি প্রণোদনার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান হোসেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার কামরুল হাসান প্রমুখ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলামসহ উপ সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ ও উপকারভোগী কৃষক কৃষাণীবৃন্দ ।
উপজেলা কৃষি অফিষ সূত্রে জানা গেছে, ৩ হাজার কৃষকের মাঝে কৃষক প্রতি ১ কেজি করে পেঁয়াজ বীজ,ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ২০ কেজি ,বালাইনাশক সহায়তা বাবদ ৩৫৫ টাকা, শতিকালীন পেঁয়াজের কন্দ ১০ জন কৃষকের মাঝে ১৬০ কেজি কওে কন্দ, ডিএপি সার ২০ কেজি , এমওপি সার ২০ কেজি, বালাইনাশক -১ কেজি এবং সংরক্ষণ পত্র ১ টি , আমের চারা ২৫০ জন কৃষকের মাঝে ৫ টি করে৪০০ জনের মাঝে কলার চারা, ইউরিয়া সার ১০ কেজি, ডিএপি সার ২০ কেজি, এমওপি সার ১০ কেজি, জিংক ১ কেজি, বোরন ১ কেজি এবং বালাইনাশক ১ কেজি করে বিতরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন জানান, উপ সহকারী কৃষি কর্মকর্তাদের জরীপ ও তালিকা অনুযায়ী প্রকৃত কৃষকদের মাঝে সরকারী এসব প্রণোদনা বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নানা ভাবে প্রণোদনা দিয়ে যাচ্ছে। তিনি প্রকৃত কৃষকদের মাঝে এসব সরকারিভাবে বিনামূল্যে বিতরণকৃত উপকরণ যেন সঠিকভাবে বিতরণ করা হয় সেদিকে লক্ষ্য রাখার বিষয়ে সতর্ক থাকতে কৃষি বিভাগকে নির্দেশনা প্রদান করেনএবং মনিটরিং করা জন্য পরামর্শ দেন।