এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:গণঅভ্যুথান দিবস উপলক্ষে বাগেরহাটে এক বর্ণাঢ্য মিনি ম্যারাথনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন স্থানীয় জনতা। শুক্রবার (১৮ জুলাই) সকাল ৯টায় দড়াটানা সেতুর টোল প্লাজা থেকে ম্যারাথনের উদ্বোধন করেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।দৌড় শুরু হয় টোল প্লাজা থেকে এবং শহররক্ষা বাঁধ হয়ে শহীদ মিনার অতিক্রম করে শেষ হয় স্বাধীনতা উদ্যানে। ম্যারাথনে অংশগ্রহণ করেন শতাধিক প্রতিযোগী। ম্যারাথন শেষে স্বাধীনতা উদ্যানে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম থেকে দশম স্থান অর্জনকারীদের হাতে তুলে দেওয়া হয় মেডেল ও পুরস্কার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শামীম হোসেন, জেলা বিএনপির সমন্বয়ক ও সাবেক সভাপতি এমএ সালাম, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল কাদের, জেলা ক্রীড়া অফিসার হুসাইন আহমাদ, সভাপতি মো. কামরুজ্জামান এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বাগেরহাট জেলা শাখার নেতা এস.এম সাদ্দাম হোসেন।