এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট : ফকিরহাটের পিলজংগ ও লখপুর ইউনিয়ন বিএনপি’র দ্বি-বার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) সকাল ১০টা হতে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।
পিলজংগ ইউনিয়নে সভাপতি পদে সরদার বিল্লাল হোসেন ২৪২ ভোট পেয়ে ছাতা প্রতিক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ খায়রুজ্জামান হাওলাদার পেয়েছেন ২০২ ভোট। সাধারন সম্পাদক পদে মোঃ ফরহাদ হোসেন জুয়েল ২৬৪ ভোট পেয়ে কলস প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী আবু সুফিয়ান ফুটবল প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ১৮০ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে ২৯০ ভোট পেয়ে মাছ প্রতিক নিয়ে নির্বাচিত হয়েছেন শেখ মিরাজুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী শেখ আসাদুজ্জামান বাবলু আম প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ১৫৩ ভোট।
লখপুর ইউনিয়নে সভাপতি পদে শেখ আলীবুদ্দিন ২৪৩ ভোট পেয়ে ছাতা প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী মোঃ আব্দুল হাই ফারাজী আনারস প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২০২ ভোট। সাধারন সম্পাদক পদে শেখ শরিফুল ইসলাম ১৮৫ ভোট পেয়ে ফুটবল প্রতিক নিয়ে তিনি বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রাথী শেখ ফয়সালুর রহমান ফয়সাল পেয়েছেন ১২৭ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে শেখ বসির উদ্দিন সেতু ২২৭ ভোট পেয়ে আম প্রতিক নিয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি প্রার্থী শেখ আবুল কালাম আজাদ মাছ প্রতিক নিয়ে তিনি পেয়েছেন ২১৩ ভোট। নির্বাচনী ফলাফল ঘোষনা করেন, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও বাগেরহাট-১ নির্বাচনী এলাকার প্রধান নির্বাচন সমন্বয়ক শমসের আলী মোহন। তাঁকে সহযোগীতা করেন জেলা বিএনপি’র সদস্য হাদিউজ্জামান হিরো