ঢাকাSunday , 27 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় মাদরাসা ছাত্রকে বলাৎকারের চেষ্টা, শিক্ষক আটক

Mahamudul Hasan Babu
July 27, 2025 3:57 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষককে আটক করেছে বোদা থানা পুলিশ। আজ শনিবার (২৬ জুলাই) বিকালে উপজেলার সদর ইউনিয়নের সনতুরা পুখুরী হাফেজিয়া মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, উপজেলার সদর ইউনিয়নের সনতুরা পুখুরী হাফেজিয়া মাদরাসার ১০ বছর বয়সী এক ছাত্রকে ডেকে নিয়ে শরীর মাসাজ করার কথা বলে মাদরাসার শিক্ষক আবুল কালাম। এক পর্যায়ে ওই শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টা করলে সে পালিয়ে যায়। পরে বিষয়টি জানা জানি হলে পুলিশ গিয়ে তাকে আটক করে নিয়ে আসে।

জানা যায়, শিশুটি এ বিষয়ে তারা বাবাকে জানালে তিনি বিষয়টি মাদরাসার পরিচালনা কমিটিকে বিষয়টি জানান। এ বিষয়ে মাদরাসা কমিটি শিক্ষক ও ছাত্রকে ডেকে আপোষোর চেষ্টা করে। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসে।

মাদরাসার অভিযুক্ত শিক্ষক আবুল কালাম বোদা উপজেলার ঝলইশালশিরী ইউনিয়নের আরাজী শিকারপুর গ্রামের খামির উদ্দীনের পুত্র।

এ বিষয়ে বোদা থানার ওসি আজিম উদ্দীন জানান, ছাত্র বলাৎকার চেষ্টার খবর পেয়ে অভিযুক্ত শিক্ষককে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।