ঢাকাWednesday , 30 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নিরাময় নার্সিং হোমের মালিক ভূল চিকিৎসা দিয়ে প্রতারনার অভিযোগে আটক

Mahamudul Hasan Babu
July 30, 2025 6:02 am
Link Copied!

পঞ্চগড়ে নিরাময় নার্সিং হোমের মালিক ভূল চিকিৎসা দিয়ে প্রতারনার অভিযোগে আটকপঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় নিরাময় নার্সিং হোম নামের এক ক্লিনিকে ডাক্তারের রূপ ধারণ করে প্রতারণার মাধ্যমে রোগীদের চিকিৎসা প্রদান করে গরিব ও অসহায় মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে আত্মসাৎ করা হচ্ছে। এ ঘটনায় বোদা থানায় মামলা হয়েছে। সে মামলায় নিরাময় নার্সিং হোমের মালিক উজ্জ্বল সরকারকে আসামী করা হয়েছে। উজ্জল সরকারের বাড়ি বোদা উপজেলার নগর কুমারী এলাকায়। প্রতারণার মামলায় একই এলাকায় নিখিল চন্দ্র সরকারের ছেলে অসীম সরকারকেও আসামি করা হয়েছে।

২৯ জুলাই সোমবার রাত ১২ টার সময় বোদার নিরাময় নার্সিং হোম নামের ওই ক্লিনিকে অভিযান পরিচালনা করে উজ্জ্বল সরকারকে ক্লিনিক থেকে আটক করা হয়। বোদা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম ফুয়াদ ও বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ লুৎফুল কবির ও সেনাবাহিনীর বোদা ক্যাম্পের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অভিযানের সময় সুযোগ বুঝে মামলার অপর আসামী অভি সরকার পালিয়ে যায়। বোদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কার্যালয়ের সেনেটারী ইন্সপেক্টর বিপ্লব কুমার বাদী হয়ে বোদা থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহারে জানা যায়, ২১ জুলাই বোদা উপজেলার আমতলা কাজীপাড়া এলাকার পেয়াদাপাড়া এলাকার জামাল হোসেনের স্ত্রী কোহিনূর বেগম পেটের টিউমার জনিত কারণে নিরাময় নার্সিং হোমে চিকিৎসার জন্য আসেন। সেখানে আসার পর মামলার দ্বিতীয় আসামি অভি সরকার নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে বেগমের টিউমার অপারেশন করান। পরে তারা বাড়িতে গেলে কহিনুর বেগমের শারীরিক অসুবিধা দেখা দেয়। পরবর্তীতে তারা পরিচিত লোকদের সাথে অপারেশনের বিষয়ে আলোচনা করলে তারা জানতে পারেন যে অভি সরকার ডাক্তার পরিচয় দিয়ে ভুল চিকিৎসা প্রদান করেছেন। পরে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট বিষয়টি জানাই। পরে তারা ২৯ জুলাই ঘটনাস্থল নিরাময় নার্সিং হোমে এসে অভিযোগের বিষয় নিয়ে উজ্জ্বল সরকারকে জিজ্ঞেস করেন। তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান পরে অধিকতর জিজ্ঞাসাবাদ শুরু করলে তিনি জানান অভি সরকার ডাক্তার না হওয়া সত্ত্বেও নিজেকে বিশেষজ্ঞ ডাক্তারের পরিচয় দিয়ে রোগীদের চিকিৎসা করে আসছেন। ২৭ জুলাই দুপুরে আরেক অজ্ঞাতনামা গর্ভবতী এক নারী চিকিৎসার জন্য ক্লিনিকে ভর্তি হলে রোগীর সিজার করার প্রয়োজন হলে সকল সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কাল বিলম্ব করতে থাকে। পরে তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে যেতে বলে। সেখানে গিয়ে তারা সময় মত অপারেশন করাতে না পেরে ওই রুগী একটি মৃত সন্তান প্রসব করে। বোদা উপজেলার নিরাময় নার্সিং হোমে এর আগেও ভুল চিকিৎসা দিয়ে প্রতারণার অভিযোগ উঠে উঠেছিল।

বোদা থানার ডিউটি অফিসার মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ১ জন কে আটক করা হয়েছে।