ঢাকাSunday , 3 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রংপুরে সেই হিন্দু পল্লীতে হামলায় উস্কানির অভিযোগে সাংবাদিক গ্রেপ্তার 

Mahamudul Hasan Babu
August 3, 2025 11:06 am
Link Copied!

এম. এ. শাহীন, স্টাফ রিপোর্টার:  রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ী ইউনিয়নের আলদাতপুরের সেই হিন্দু পল্লীতে হামলার ঘটনায় উস্কানির অভিযোগে হাবিবুর রহমান সেলিম (৪৫) নামের এক সাংবাদিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তিনি রংপুর থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক যুগের আলো পত্রিকার পাগলাপীর প্রতিনিধি।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে সেনাবাহিনী হাবিবুর রহমান সেলিমকে আটক করে। পরে তাঁকে গঙ্গাচড়া মডেল থানায় হস্তান্তর করা হয় এবং আলদাতপুর ছয়আনি হিন্দু পল্লীতে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ওসি আল এমরান বলেন, হামলার সময় অভিযুক্ত সাংবাদিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং হামলাকারীদের সরাসরি উসকানি দিয়েছেন বলে অভিযোগ রয়েছে। তাঁর বিরুদ্ধে অডিও-ভিডিও ফুটেজসহ বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেছে। তদন্তে দেখা গেছে, সাংবাদিক পরিচয়ে তিনি সেখানে গিয়েছিলেন এবং সেনাবাহিনীর উপস্থিতিতেই হামলাকারীদের উৎসাহিত করেছেন।
তিনি আরও জানান, রবিবার সকালে গ্রেপ্তারকৃত সাংবাদিক হাবিবুর রহমান সেলিমকে আদালতে পাঠানো হয়েছে।