এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : ছাত্র ও জনতার ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এবং আহতদের দ্রæত আরোগ্য কামনায় দিনাজপুরের বিরলে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বাদ যোহর উপজেলার ৫নং বিরল ইউনিয়ন পরিষদ এই দোয়া মাহফিলের আয়োজন করে।
দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ লিটন আলী। এসময় উপস্থিত ছিলেন, বিরল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফারুক হোসেন ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোস্তফা জামান। এছাড়া বিভিন্ন ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের মহিলাসদস্য ও সাধারণ সদস্যাগণ, উদ্যোক্তাবৃন্দ, গ্রাম পুলিশগণ’সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।