আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে মাদক ও সন্ত্রাস বিরোধী যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৫ গাংনী পৌরসভার ১ নং ওয়ার্ড বাঁশবাড়ীয়া ফুটবল মাঠে আয়োজন করা হয়েছে। বাঁশবাড়ীয়া যুব উন্নয়ন ক্লাবের আয়োজনে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২য় রাউন্ডের অর্থ্যাৎ কোয়াঃ ফাইনালের ১ম খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় ভেড়ামারার বিজিএম গ্রুপ একাডেমীকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিশপুর ফুটবল একাদশ বিজয় লাভ করে। নির্ধারিত সময়ে গোলশুন্য ড্র হলে খেলা টাইব্রেকারে গড়ায়। খেলায় বিজয়ী হলে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিশপুর ফুটবল একাদশ সেমি ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
খেলার আয়োজক কমিটির সভাপতি গাংনী টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ কোয়াঃ ফাইনাল খেলার উদ্বোধন ঘোষনা করেন ।এসময় আয়োজক কমিটির আহŸায়ক রাশেদুল ইসলাম রাশেদ, বিএনপি নেতা আব্দুল গনি, সাবেক ব্যাংকার সিরাজুল ইসলাম, ব্যাংকার রবিউল ইসলাম, আব্দুস সালাম সাবুসহ গ্রামের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট ক্রীড়াবিদ আমিরুল ইসলাম অল্ডাম,
খেলায় ভেড়ামারার বিজিএম গ্রুপ একাডেমীকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিশপুর ফুটবল একাদশ জয়লাভ করে।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) বিকেল সাড়ে ৪ টার সময় গাংনীর বাঁশবাড়ীয়া ফুটবল মাঠে ভেড়ামারার বিজিএম গ্রæপ একাডেমীকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মজলিশপুর ফুটবল একাদশ বিজয় লাভ করে।
হাইভোল্টেজ ম্যাচটিতে প্রধান রেফারী হিসেবে খেলা পরিচালনা করেন, বাফুফের প্রশিক্ষণপ্রাপ্ত রেফারী আব্বাস আলী ,সহকারী রেফারী মনিরুল ইসলাম মনি ও সাইফুল ইসলাম টুটুল। ৪র্থ রেফারী হিসেবে ছিলেন সেলিম রেজা।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচ মজলিশপুর ফুটবল দলের গোলকিপার সজিব (সেরা খেলোয়াড়) নির্বাচিত হলে পুরস্কার হিসেবে জার্সি উপহার দেয়া হয়।
খেলার ধারাভাষ্যে ছিলেন, সুলেরী আলভী , বখতিয়ার রহমান ও আসাদুল হক আসাদ।
খেলা হাজার হাজার দর্শক উপভোগ করেন।