এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি । দিনাজপুরের বিরল পৌরসভার জন্য উন্মুক্ত লটারীর মাধ্যমে ওএমএস ডিলার বাছাই সম্পন্ন হয়েছে।
রবিবার সকালে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা খাদ্য বান্ধব কমিটির সভাপতি ইন্দ্রজীত সাহা এর সভাপতিত্বে এই উন্মুক্ত লটারীর মাধ্যমে ওপেন মার্কেট সেল (ওএমএস) ডিলার বাছাই সম্পন্ন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মুর্শিদা খাতুন, সমবায় অফিসার হাফিজুর রহমান ও পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী। এছাড়া সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গসহ অনেকে উপস্থিত ছিলেন।