ঢাকাWednesday , 1 October 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় অন্যতম পূজার সংখ্যা মহার্ঘের  ১৭ তম প্রকাশনা উৎসব 

Mahamudul Hasan Babu
October 1, 2025 11:22 am
Link Copied!

বাদশা আলম  শেরপুর (বগুড়া) প্রতিনিধি: সুনীল শুভ্র শরতের আকাশে  সাদা মেঘের ভেলা। সকালের শিশির স্নাত শিউলি ফুলের গন্ধে বিমোহিত প্রকৃতি । শরৎ ঋতুতে দেবী দুর্গার আগমন। অশুভ শক্তির বিনাশ, সত্য  ও সুন্দরের আলোকে আনন্দময় করতেই ধরণীতে বিরাজমান  দেবী দুর্গার। এ  দুর্গাপূজার আনন্দের ও উৎসবের বার্তা পৌঁছে দিতে শারদ শিল্প সংস্কৃতি ও সাহিত্য সাময়িকী  মহার্ঘ  প্রকাশ হয়ে আসছে।
৩০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার  দিকে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে মহার্ঘের  ১৭ তম প্রকাশনা  উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মহার্ঘ্ সম্পাদক ও  সাংবাদিক দীপক কুমার সরকারের সভাপতিত্বে  অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,  অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল)  সজীব শাহরিন, শেরপুর থানার পুলিশ পরিদর্শক( তদন্ত) মো. জয়নুল আবেদীন, সাপ্তাহিক তথ্য মালার সম্পাদক  সুজিত বসাক,  উপজেলা পূজা উদযাপন পরিষদের  সাধারণ সম্পাদক  সংগ্রাম কুন্ডু, শেরপুর  সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক  বিশ্বজিৎ চৌধুরী রিবর্ণ। শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সৌরভ অধিকারী শুভ’এর সঞ্চালনায়  অনুষ্ঠানে  শুভেচ্ছা বক্তব্য রাখেন  শেরপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক  ও শহর পূজা উদযাপন কমিটির সভাপতি  শুভ কুন্ডু,  পূজা পূজা উদযাপন পরিষদের  সাংগঠনিক সম্পাদক  বাধন কর্মকার কৃষ্ণ। এ সময় শেরপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সৌমেন্দ্রনাথ ঠাকুর শ্যাম,  সামিট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম লিপু, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়  সহকারী প্রধান শিক্ষক মোজাফফর আলী, সাংবাদিক   শফিকুল ইসলাম শরীফ, রাশেদুল হক, বাদশা আলম, লিমন হাসান, ইফতেখার আলম ফরহাদ, উত্তম সরকার, শফিকুল ইসলাম বাবলু, বিমান মৈত্র প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শারদ উৎসবে শারদীয় প্রকাশনা মহার্ঘ শুধু একটি  শেরপুরের  পূজা সংখ্যা নয়, এটি দেশের  অন্যতম পূজা সংখ্যা।   মহার্ঘের  আরো কলেবরে প্রকাশের সাহিত্যের  বিশদ বিচরণ অধুনালব্ধ  সমাজের প্রতিটি ক্ষেত্রে পৌঁছে যাক।  সকল অন্যায় অবিচারের  পথগুলো বন্ধ হয়ে যাক। জাগ্রত হোক মানুষের  বিবেক, সু-বুদ্ধির পথ প্রদর্শক। মহার্ঘের কলেবর বৃদ্ধিসহ  দেশ-বিদেশের লেখকের পাশাপাশি  স্থানীয় লেখকদের মননশীল লেখকদের গুরুত্ব আরোপ করার জন্যও  আহ্বান জানানো হয়।