এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বিরোধীয় শ্মশ্মানে মৃত ব্যক্তির সৎকারে বাঁধা দেয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে উভয় পক্ষের সমঝোতার মধ্যদিয়ে মৃৃত ব্যক্তি সৎকার সম্পন্ন হয়েছে।
জানাগেছে, মঙ্গলবার সকালে উপজেলার ৬নং ভান্ডারা ইউপি’র রামপুর মৌজার বারোগন্ডিয়া নামক শ্মশ্মানে সুশিল চন্দ্র এর ছেলে অনন্ত চন্দ্র রায় (৩৮) এর মরদেহ সৎকারের জন্য নিয়ে গেলে একই গ্রামের আমজাদ হাজীর ছেলে মশিউর রহমানদের সাথে শ্মশ্মানের জায়গা ও সীমানা নিয়ে বিরোধ বাঁধে। এসময় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে প্রশাসনের হস্তক্ষেপে তা নিয়ন্ত্রনে আসে। পরে উভয়পক্ষের সমঝোতার মধ্যদিয়ে মৃত ব্যক্তির সৎকার সম্পন্ন করা হয়।
আগামী ১৯ অক্টোবর (রবিবার) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কাগজপত্র নিয়ে বসার জন্য উভয়পক্ষ সম্মত হয়।