এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরল ও বোচাগঞ্জে আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে পারাপারের সময় মানব পাচারকারীসহ ৩ জন সাধারণ বাংলাদেশী নাগরিককে আটক করতে সক্ষম হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১৬ অক্টোবর ২০২৪ তারিখ মধ্যরাতে বিরল উপজেলার ধর্মপুর ইউনিয়নের সাতদাগ (কান্দাপাড়া) নামক স্থানে এনায়েতপুর বিওপি এর সীমান্ত পিলার ৩২১ নং মেইন পিলারের ৯ নং সাব পিলার হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কিছু বাংলাদেশী নাগরিক বাংলাদেশ হতে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি টহলদল তাদের চ্যালেঞ্জ করে এবং ২ জনকে আটক করতে সক্ষম হয়। উল্লেখ্য, আটককৃত ২ জনের মধ্যে ১ জন মানব পাচারকারী এবং ১ জন বাংলাদেশী সাধারণ নাগরিক। আটককৃতরা হলেন- ধর্মপুর ইউনিয়নের সাতদাগ কান্দাপাড়া গ্রামের মাসুদ রানা এর ছেলে মানব পাচারকারী হেলাল পারভেজ পায়েল (২৭) ও বোচাগঞ্জ উপজেলার মোল্লাপাড়া গ্রামের মৃত কান্ত দে এর ছেলে শ্রী বিরেন ভদ্র (৪০)। এছাড়াও পাশর্^বর্তী বোচাগঞ্জ উপজেলার ছাতইল ইউনিয়নের পরমেশ^রপুর বিওপি’র সদস্যগণ ৩৩১ নং মেইন পিলারের ৫ নং সাব পিলার এলাকা হতে দিনাজপুর সদর উপজেলার বড় বন্দর চুড়িপট্টি এলাকার এর হরিপদ রায় এর মেয়ে ভারতী রাণী রায় (৪৫) কে পৃথকভাবে আটক করে। বুধবার সকালে বিজিবি আটককৃত ৩ জনকে বিরল থানায় মামলা দায়েরপূর্বক সোপর্দ করেছেন।
৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম- পিএসসি জানান, ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশী নাগরিকদের বুধবার সকালে বিরল থানা পুলিশের কাছে হস্তান্তর করে তাদের বিরুদ্ধে মানব পাচারকারী এবং পাসপোর্ট আইনে মামলা রুজু করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।