ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের পতনের প্রায় ১৪ মাস অতিক্রান্ত হলেও রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পতিত আওয়ামী লীগের প্রভাবশালী কয়েকজন নেতা, শত শত অপকর্ম করেও ধরা ছোয়ার বাইরে রয়েছে।
রাজশাহী -১ সংসদীয় আসনের সাবেক এমপি সন্ত্রাসী ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগ ও জাতীয় করণের নামে গরীব, অসহায় শিক্ষকদের কাছ থেকে যাদের মাধ্যমে কোটি কোটি টাকা তুলেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাহফুজুল আলম (তোতা)।
তিনি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটির সহ- সভাপতি ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “পিরিজপুর উচ্চ বিদ্যালয়ের” প্রধান শিক্ষক। এই ব্যক্তি নিজ শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী নিয়োগ, প্রতিষ্ঠান জাতীয় করণের নামে বিপুল পরিমাণ টাকা উঠাতেন। যার একটি বড় অংশ চলে যেত এমপি ওমর ফারুক চৌধুরীর নিকটে। অবশিষ্ট নিজে রাখতেন সেখান থেকে দলীয় নেতা, প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের উপঢৌকন পাঠিয়ে নিজের আনুকুল্যে ম্যানেজ করে রাখতেন। বিভিন্ন ভূয়া ভাউচার বানিয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাতিয়ে নিয়েছেন বিপুল পরিমাণ টাকা। অবৈধ ভাবে অর্জিত অর্থ দিয়ে তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের ভিতরে নিজ নামে কিনেছেন তিন কাঠা জমি। সম্প্রতি তিনি দামী গাড়ী (কার) কিনেছেন। ২০২৩ সালের শেষের দিকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে দু’জন সহকারী প্রধান শিক্ষক নিয়োগ, পার্শ্ববর্তী তিনটি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগসহ অন্য স্কুলে শিক্ষক নিয়োগের সহায়তা করে, তাদের নিকট থেকে বড় অংকের টাকা উঠানো ও প্রত্যেকের কাছ থেকে নিজের কমিশন নিশ্চিত করেছেন। নিজের অপকর্ম ঢাকতে দলীয় প্রভাব খাটিয়ে ও পছন্দসই কয়েকজন শিক্ষক নিয়ে তৈরি করেছেন বিকল্প সমিতি যার নাম “বাংলাদেশ শিক্ষক সমিতি।”
এই সমিতির মাধ্যমে শিক্ষকদের কল্যাণের নামে নিজের ও অনুগতদের আখের গুছিয়েছেন। বিধি বর্হিভূতভাবে নিজ শিক্ষা প্রতিষ্ঠান চালাচ্ছেন এবং তার অনুসারীরা পাচ্ছেন সর্বোচ্চ সুযোগ সুবিধা।
নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি তৈরি করেন পছন্দসই লোকদের নিয়ে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই স্কুলের কতিপয় শিক্ষক বলেন স্কুল ফাঁকি দিয়ে দলীয় কাজসহ এমপির সাথে সারাদিন থাকতেন। ফ্যাসিস্ট সরকারের অনুসারী হয়েও অতীতের মতোই তিনি বর্তমানেও প্রায় দেরী করে কর্মস্থলে আসেন এবং নির্দিষ্ট সময়ের অনেক পূর্বেই অফিস থেকে রাজশাহী নিজ বাসায় চলে যান।
শিক্ষকরা বলেন, ০৫ আগস্ট এর পরে প্রধান শিক্ষক ছুটি ব্যতীত সপ্তাহেরও অধিক কর্ম দিবস শিক্ষা প্রতিষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তিনি এখনো উপজেলা আওয়ামীলীগের সহ -সভাপতি পদে বহাল থেকে, গোপনে দলীয় লোকদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন বলে অভিযোগ রয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে রাজনৈতিক আনুকূল্য পেতে স্থানীয় কয়েকজন রাজনৈতিক নেতাকে নিজ বিদ্যালয়ের পুকুর ও জমি লিজ ব্যতিরেকে (কোন টাকা ছাড়াই) প্রদান করেছেন। উল্লেখ্য পূর্বে স্থানীয় আওয়ামীলীগ নেতাদের ফ্রি ভোগ দখল দেয়া হয়েছিল। নিজ স্বার্থ হাসিলের জন্য বিদ্যালয়ের এমন অনেক সম্পদ নিজের স্বেচ্ছাচারিতায় তছনছ করেছেন বলে জানা গেছে। উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের (নাম প্রকাশে অনিচ্ছিুক) কয়েকজন শিক্ষক তার এ সকল অপকর্মের তদন্ত ও বিচার দাবী করেছেন। টাকা দিতে বাধ্য হওয়া শিক্ষকদের কয়েকজন জানান; তাঁরা ধার করে, জমি বিক্রি করে ঐ প্রধান শিক্ষক তোতার কাছে টাকা দিয়েছেন । কেউ কেউ আবার উচ্চ হারে সুদে এনজিও থেকে ঋণ নিয়ে টাকা দিতে বাধ্য হয়েছিলেন। অনেকে অভিযোগ করেছেন যে, প্রতিষ্ঠান জাতীয় করণের নামে টাকা না দিলে বিএনপি-জামায়াত ট্যাগ লাগানোর ভয় দেখানো হতো। ভুক্তভোগী সকল শিক্ষকেরা তাঁদের টাকা ফেরত পেতে, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। একই সাথে এমন প্রধান শিক্ষকের বিচার দাবী করেছেন ভুক্তভুগি শিক্ষকরা।