সেলিম রানা চরফ্যাশন প্রতিনিধি: ভোলার চরফ্যাশনে বৃহত্তর বরিশাল অঞ্চলের সর্বাধিক পাঠকপ্রিয় ও বহুল প্রচারিত দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার নতুন আঙ্গিকে কালার প্রিন্টে প্রকাশের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
শনিবার (০১ নভেম্বর ) উপজেলার মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে বিকাল সাড়ে ৪ টায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন সম্পন্ন হয়।
দৈনিক বাংলাদেশ বাণীর চরফ্যাশন প্রতিনিধি নুর উল্লাহ আরিফ আরিফের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাব সম্পাদক কামাল গোলদার, সহ-সভাপতি কামাল মিয়াজী, যুগান্তর এর চরফ্যাশন দক্ষিণ প্রতিনিধি এম আমির হোসেন ও দৈনিক সংবাদ প্রতিনিধি শহিদুল ইসলাম জামাল।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিন প্রতিনিধি আবু ছিদ্দিক, দৈনিক জনতা প্রতিনিধি মীর সাজেদুর রহমান, ইত্তেফাক প্রতিনিধি মিজান নয়ন, দৈনিক বাংলাবাজার পত্রিকা প্রতিনিধি খুরশীদ আলম, , প্রতিদিনের বাংলাদেশের প্রতিনিধি হাসান লিটন,
, দৈনিক বাংলা প্রতিনিধি সাইফুল ইসলাম মুকুল, ভোরের কাগজ প্রতিনিধি সোহেব চৌধুরী, রূপালী বাংলাদেশ প্রতিনিধি আরিফ হোসেন, মাইটিভি প্রতিনিধি হাওলাদার শাহাবুদ্দিন, এনটিভি প্রতিনিধি ইসরাফিল নাইম, আজকের ভোলা প্রতিনিধি শামিম খান ও ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি মামুন হোসাইন প্রমুখ।
