মোঃ খাত্তাব হোসেন বগুড়া জেলা প্রতিনিধি:বগুড়ার নুনগোলা ইউনিয়নের হাজরাদিঘী তালুকদার পাড়ায় এক হৃদয়বিদারক হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার (০৪ নভেম্বর ২০২৫) ভোরে ধানক্ষেতে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধারের পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। নিহতের নাম জহুরুল ইসলাম (৩২)। তিনি ওই এলাকার করিমের ধানক্ষেতের পাশে মৃত অবস্থায় পাওয়া যান।
ঘটনার পরপরই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়।
বগুড়ার পুলিশ সুপার জনাব জেদান আল মুসার সার্বিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তফা মঞ্জুর ও সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহফুজ আলম-এর নেতৃত্বে একাধিক টিম কাজ শুরু করে ক্লু-লেস এই হত্যার রহস্য উদঘাটনে।
তদন্তে উঠে আসে অবাক করা তথ্য। পুলিশ জানায়, নিহত জহুরুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার ও তার আপন খালাতো ভাই বিপুল হোসেন দীর্ঘদিন ধরে পরকীয়ার সম্পর্কে জড়িত ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শামীমার ব্যবহৃত মোবাইল নম্বরের কল রেকর্ড বিশ্লেষণ করে দেখা যায়, ঘটনার আগের দিনগুলোতে বিপুলের সঙ্গে তার ঘন ঘন যোগাযোগ ছিল।
তদন্তে জানা যায়, ছোটবেলা থেকেই বিপুল শামীমাকে পছন্দ করতেন এবং তাদের মধ্যে একসময় প্রেমের সম্পর্কও ছিল। কিন্তু পারিবারিকভাবে শামীমার বিয়ে হয় জহুরুল ইসলামের সঙ্গে। বিবাহের পরও শামীমা ও বিপুলের মধ্যে সম্পর্ক গোপনে চলতে থাকে।
পুলিশ জানায়, সম্প্রতি কক্সবাজার ভ্রমণকে কেন্দ্র করে জহুরুল ও তার স্ত্রী শামীমার মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়। এ থেকেই ক্ষোভে শামীমা ও তার প্রেমিক বিপুল মিলে জহুরুলকে হত্যার পরিকল্পনা করে।
পরিকল্পনা অনুযায়ী, গত ৩ নভেম্বর রাতে বিপুল ১৫টি ঘুমের ট্যাবলেট গুঁড়ো করে শামীমার হাতে তুলে দেয়। শামীমা ওই ওষুধ গরম দুধে মিশিয়ে স্বামীকে খাওয়ান। জহুরুল গভীর ঘুমে অচেতন হয়ে পড়লে শামীমা বিপুলকে ফোন করে ঘরে ডেকে নেয়। পরে দুজন মিলে ঘুমন্ত অবস্থায় জহুরুলকে গেঞ্জি পরিয়ে ঘরের বাইরে ধানক্ষেতে নিয়ে গিয়ে নির্মমভাবে হত্যা করে।
ঘটনার পর বগুড়া জেলা পুলিশের একাধিক টিম যৌথ অভিযানে নেমে হত্যাকাণ্ডে জড়িত বিপুল হোসেন ও শামীমা আক্তারকে গ্রেপ্তার করে।
বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা বলেন, “প্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় দ্রুত সময়ের মধ্যে এই জঘন্য হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা সম্ভব হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।”
