ঢাকাMonday , 10 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোদায় ৪ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

Mahamudul Hasan Babu
November 10, 2025 1:26 pm
Link Copied!

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদায় মেয়াদোউত্তীর্ণ ঔষধ ও মূল্য বৃদ্ধি করে বিক্রির অপরাধে ৪ ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবারা (১০ নভেম্বর) বিকালে বোদা বাজারে অভিযান পরিচালনা করে ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা ঔষধ তত্ত্ববধায়ক ইরফাত হোসেন, বোদা বাজার বণিক সমিতির সভাপতি ফিরোজ আলম চৌধুরী ও বোদা থানা পুলিশের একটি দল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর বিভিন্ন ধারায় বোদা বাজারের ঔষধ ব্যবসায়ী আব্দুল আজিজকে ৫ হাজার, রশিদ ইসলামকে ২০ হাজার, সাইরুল ইসলামকে ১৫শত, বেলাল হোসেনকে ১৫ শতক টাকা জরিমানা করে তা আদায় করা হয়।