ঢাকাWednesday , 19 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ

Mahamudul Hasan Babu
November 19, 2025 12:40 pm
Link Copied!

মনোরঞ্জন চন্দ্র, রাণীনগর ( নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে বিকেন্দ্রীকৃত পরিবীক্ষণ, পরিদর্শন ও মূল্যায়ন (ডিএমআইই) পদ্ধতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় সদর উপজেলা প্রশাসন এই প্রশিক্ষণের আয়োজন করে। ইউপি চেয়ারম্যান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা, হিসাব-কাম-কম্পিউটার অপারেটরগণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে গ্রাম আদালত সম্পর্কে এবং ডিএমআইই বিকেন্দ্রীকৃত, পরিবীক্ষণ, পরিদর্শন এবং মূল্যায়ন বিষয়ে এবং মাস শেষে কিভাবে প্রতিবেদন করতে হয় সেই বিষয়ে ডিএমআইই এর মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণার্থীদের হাতে কলমে রিপোর্ট করার প্রক্রিয়া শেখানো হয়। কর্মশালায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা ম্যানেজার সুভাষ সরকার এবং উপজেলা কোঅডিনেটর যবনিকা রাণী। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন প্রশিক্ষণে প্রাপ্ত জ্ঞান অবশ্যই সকলকে মাঠ পর্যায়ে প্রয়োগ করতে হবে। তবেই সেবা গ্রহিতারা গ্রাম আদালতের সুফল সম্পর্কে জানবেন এবং গ্রাম আদালত বিষয়ে সরকারের গৃহিত পদক্ষেপগুলো শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে।