ঢাকাMonday , 24 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে ২জন কে কারাদণ্ড ও ২জন পালাতক

Mahamudul Hasan Babu
November 24, 2025 12:46 pm
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় মাদক সেবনের অপরাধে মো. মনির হোসেন (২৫) নামের এক ব্যক্তি ও মো.আনন্দ (৫০) নামের এক ব্যক্তি কে  ১মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ শত টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পৌর এলাকার বেইলী ব্রীজের পাশে অভিযান পরিচালনা করে ঈশ্বরদী আলহাজ্ব মোর এলাকার বাসিন্দা মো. রতনের ছেলে মাদক ব্যবসায়ী মো.মনির হোসেন(৩৫) কে গ্রেফতার করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ।

সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান জানান এ সময় তার কাছ থেকে গাঁজা জব্দ উদ্ধার করে তা জব্দ করা হয় ও পরমান্দপুর গ্রামের মরহুম আয়নুল সরদারের ছেলে মো. আনন্দ হোসেন (৫০)কে তার তার নিজ গ্রামের বাড়িতে মাদক সেবন করা অবস্থায় ভ্রাম্যমাণ পরিচালনা করে আটক করা হয়।পরে উভয় কে ১মাসের কারাদণ্ড ও ১০০টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট . মিজানুর রহমান এই রায় দেন।ও আরো দুই জন পালাতক।রামনগর গ্রামের আছরের বাড়ি থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয় আছের পলাতক। নৌউবাড়িয়া গ্রামের বাবুর বাড়ি থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় তিনি ও পালাতক।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা জেলার খ শাখার উপপরিদর্শক মো.শের আলম বলেন,আনন্দ ও মনির কে পাবনা জেল হাজতে পাঠানো হবে। এর আগেও মাদক সেবনের অপরাধে ওনারা দুজনে পুলিশের হাতে গ্রেপ্তার হন।” পালাতক মো.আছের ও বাবু হোসেন কে গ্রেফতারের চেষ্টা চলছে রয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(৫) ধারা অনুযায়ী ওই মাদকসেবীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।