ঢাকাWednesday , 10 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে বেকার যুবকদের ৭ দিন মেয়াদী প্রশিক্ষণের উদ্বোধন

Mahamudul Hasan Babu
December 10, 2025 2:10 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর ) প্রতিনিধি :“দক্ষ যুব গড়বে দেশ বৈষম্যহীন বাংলাদেশ” যুব উন্নয়ন অধিদফতরের অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের আওতায় বেকার যুবক-যুবাদের সাত দিন মেয়াদী দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
সম্রাট কল্যাণ ক্লাব জাফরপাড়ার আয়োজনে বুধবার সকালে জাফরপাড়ায় ওই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। প্রশিক্ষণের বিষয় ছিল গাভী পালন।
রংপুর জেলা বিএনপির আহবায়ক ও মদনখালী ইউপির সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধণ করেন।
সম্রাট যুব উন্নয়ণ ক্লাবের সাবেক সভাপতি সাজেদুর রহমান মুকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাপ্তাহিক বজ্রকথা সম্পাদক কবি সুলতান আহমেদ সোনা, সাংবাদিক সরওয়ার জাহান, সাংবাদিক আকতারুজ্জামান রানা, পীরগঞ্জ উপজেলা যুব উন্নয়ণ কর্মকর্তা আব্দুর রহিম, সহকারী যুব উন্নয়ণ কর্মকর্তা জয়নুল হক, প্রশিক্ষক আল- মামুন মন্ডল প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের দেয়া সকল সুবিধা গ্রহণ করুনএবং স্বাবলম্বী হন। এবং কেউ যেন বেকার না থেকে সরকারের দেয়া সুবিধা গ্রহণ করে সমাজ তথা দেশ উন্নয়নে কাজ করে।
উল্লেখ্য,উক্ত প্রশিক্ষণ কোর্সে ৩০ জন যুবক ও যুবা অংশ গ্রহন করেছে। যা চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।