মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর ) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে নানা বাড়িতে ঘুরতে এসে বেপরোয়া গতির ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারিয়েছে এক শিশু। নিহত শিশুর নাম মাহি খাতুন (৬) ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার শানেরহাট ইউপি’র পালানুশাহাপুর গুচ্ছ গ্রাম এলাকায়। নিহত মাহির বাড়ি একই ইউনিয়নের রায়তীসাদুল্যাপুর গ্রামে। সে ওই গ্রামের মাহাবুর মিয়ার মেয়ে।
জানা গেছে, বার্ষিক পরিক্ষা শেষে বিদ্যালয় বন্ধ হওয়ায় কয়েক দিন আগে মাহি তার নানা বাড়িতে আসে। বৃহস্পতিবার দুপুরে নানা বাড়ির সামনে জামতলা-শানেরহাট রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি ইট ভাটার কাজে নিয়োজিত মাটিবাহী ট্রাক্টর তাকে ধাক্কা দিলে চাকার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। নিহত শিশুর পরিবার জানায়, গ্রামের রাস্তা দিয়ে নিয়মিত বেপরোয়া গতিতে অবৈধ ট্রাক্টর চলাচল করে। একাধিক বার নিষেধ করা হলেও চালকরা তা মানেন না।
এ ঘটনায় ট্রাক্টরের চালক কৌশলে পালিয়ে গেছে। পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ট্রাক্টরটি জব্দ করেছে এবং চালককে আটকের জন্য অভিযান চালাচ্ছে।
পীরগঞ্জ থানার ওসি, মো: সোহেল রানা জানান, সড়ক পরিবহন আইনে মামলা প্রক্রিয়াধীন। বিষয়টি তদন্ত করে করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” “ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক। শিশুটির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
