ঢাকাSaturday , 13 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অযত্ন-অবহেলায় নষ্ট হচ্ছে তিস্তা নদীতে সরকারের দেয়া কোটি টাকার দুইটি বোট।

Mahamudul Hasan Babu
December 13, 2025 8:12 am
Link Copied!

মিজানুর রহমান মিজান :  লালমনিরহাট প্রতিনিধিঃলালমনিরহাটে তিস্তা তীরবর্তী মানুষের পারাপার ও উদ্ধার কাজের সুবিধার্তে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রলায়ের দেয়া কোটি টাকার দুইটি বোট, বুড়িমারী-লালমনিরহাট-১ ও ২ এখন মাদক কারবারির নিরাপদ আস্তানা। শুকনো বালুচরে জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা নৌযান দুটি’র নেই সঠিক তদারকি তাই প্রতিনিয়ত নাট বোল্ড সহ হারিয়ে যাচ্ছে ইঞ্জিনের গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এদিকে দীর্ঘ ০৩ বছর ধরে বেতন না পাওয়ায় হতাশ নৌযান দুটির ড্রাইভার।

উত্তরের জেলা লালমনিরহাটে প্রতিবছর বন্যায় তলিয়ে যায় তিস্তা পাড়ের হাজারো ঘরবাড়ি ও ফসলি ক্ষেত। ভেঙ্গে নিয়ে যায় শতবর্ষী ঘরবাড়ি মসজিদ ও কবরস্থান। এসব নদী তীরবর্তী মানুষের পারাপার ও উদ্ধার কাজের সুবিধার্তে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বন্যা উপদ্রুত এলাকায় ২০২১ সালে ২৭ ডিসেম্বর ১৫ টি জেলায় ১৮ টি মাল্টিপারপাস রেসকিউ বোট প্রদান করেন সরকার। একই প্রকল্পে ২০২২ সালের ০৪ এপ্রিল ২১ টি জেলায় ৩৬ রেসকিউ বোট প্রদান করা হয়। দুই ধাপে তিস্তা পাড়ের মানুষের জন্য বুড়িমারি-লালমনিরহাট ওয়ান ও টু নামে দুইটি বোট দেয়া হয়। তবে বছর খানিক বোর্ড দুটি চলাচল করলেও এখন তা জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে সদর উপজেলার রাজপুর ইউনিয়ের তিস্তা নদীর বালুচরে। তিস্তা পাড়ের বাসিন্দারা জানায় সরকারের সঠিক তদারকি না থাকায় প্রতিনিয়ত হারিয়ে যাচ্ছে নাট বোল্ড সহ নানা যন্ত্রণাংশ বরং সন্ধ্যা হলেই মাদক সেবনের নিরাপদ আস্তানা গড়ে উঠছে বোট দুটিতে। নষ্ট বোট দুটির সুফল পাচ্ছেন না কেউই।

বুড়িমারী-লালমনিরহাট-২ বোট এর চালক আলমগীর মিয়া বলেন, মাল্টিপারপাস রেসকিউ বোট দুইটি নিয়ে আসার পর থেকে বছর খানেক বেতন ও জ্বালানি পেয়েছি তারপর থেকে আর সরকার কোন দায়িত্ব নেয়নি। ৬৫ লাখ টাকায় কেনা এক একটি বোট জ্বালানীর অভাবে নষ্ট হয়ে যাচ্ছে।

জেলা প্রশাসক এ এইচ এম রকিব হায়দার দৈনিক আমার সংবাদকে বলেন,রেসকিউ বোট দুইটি নিয়ে আসার পরে বছর খানিক ভালো চললেও টেকনিক্যাল কারণে নষ্ট হয়ে যায়। যেহেতু বোট দুটি ব্যবহার হচ্ছে না তাই চালকদের বকেয়া বেতন পরিশোধ সহ বোট দুইটি বিধি মোতাবেক সংরক্ষণের জন্য কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে ।
উল্লেখ, সঠিক তদারকির মাধ্যমে বোট দুটি চালু করার দাবি জানিয়েছেন তিস্তা পাড়ের বাসিন্দারা। বোট দুইটি চালু করলে বন্যা কবলিত মানুষের উপকারে এমনটাই প্রত্যাশা তাদের।