ঢাকাWednesday , 17 December 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির আয়োজনে মৃত্যু দাবীর চেক, গ্রাহক সমাবেশ ও পুরস্কার বিতরণী

Mahamudul Hasan Babu
December 17, 2025 2:29 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসির গাংনী এজেন্সি অফিসের আয়োজনে মৃত্যু দাবীর চেক প্রদান, গ্রাহক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
“করবো বীমা গড়বো দেশ, উন্নয়ন হবে বাংলাদেশ,”এই প্রতিপাদ্যে গাংনী পৌর এলাকার ২ নং ওয়ার্ড শিশিরপাড়া (মাঠপাড়া ) গ্রামের মরহুম লিয়াকত আলীর মৃত্যুতে মৃত্যুদাবীর চেক প্রদান উপলক্ষ্যে গ্রাহক সমাবেশ ও সফল গ্রাহকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার সময় শিশিরপাড়া মাঠপাড়ার মরহুম লিয়াকত আলীর বাড়ীর পার্শ্বে চেক প্রদান করা হয়।
গাংনী এজেন্সি অফিসের ডিজিএম ইনচার্জ (উন্নয়ন) শাকিল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভার সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির সাধারন সম্পাদক সাইদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও ইত্তেফাক প্রতিনিধি সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, শিশিরপাড়া গ্রাম বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ফজলুর রহমান ।
জেনিথ বীমা কোম্পানী সূত্রে জানা গেছে, মরহুম লিয়াকত আলী মাত্র ৬ টি প্রিমিয়াম জমা দিয়ে মৃত্যুবরণ করেন। পরবর্তীতে বীমা দাবীর ৫৪ হাজার টাকার চেক তার পরিবারের নমিনি সন্তানের হাতে চেক তুলে দেয়া হয়।
এৃত্যু দাবীর চেক প্রদান অনুষ্ঠানে বক্তারা জেনিথ বীমা কোম্পানীর লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। কোম্পানীর আকর্ষনীয় বীমা পরিকল্পনাসমূহ, কোম্পানীর কার্যক্রম, বিনিয়োগ , সঞ্চয়ের গ্ররুত্ব নিয়েও ব্যাপক আলোচনা করা হয়। বীমা যেহেতু, আপনার পরিবারের ঝুঁকি বহন করে তাই আমাদের সকলের বীমা করার আহবান জানানো হয়।