এস এ ডিউক ভূইয়া তিতাস কুমিল্লা প্রতিনিধি:ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. আমির হোসেন ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।গতকাল মঙ্গলবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া মমিনের কাছ থেকে আলহাজ্ব আমির হোসেন ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা উত্তর জেলার জাতীয় পার্টির যুগ্ম- আহ্বায়ক মো. আলমগীর।
এ সময় উপস্থিত ছিলেন—জিয়ারকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. খালেক মোল্লা, নারান্দিয়া ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. হুমায়ুন কবির,কড়িকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন,কড়িকান্দি ইউনিয়ন জাতীয় পার্টির নেতা নিল ভূঁইয়া, কবির মোল্লা ,উপজেলা যুব সংহতির নেতা মো.মনির মুন্সি, মোহাম্মদ হানিফ, মোহাম্মদ সাইদুল ইসলাম শান্ত , উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মো. হাসান, সদস্য মো. স্বপনসহ জাতীয় পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
নেতা-কর্মীরা জানান, আমির হোসেন ভূইয়া এর আগে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচনেও তাকে ঘিরে নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
মনোনয়নপত্র সংগ্রহের মধ্য দিয়ে কুমিল্লা-২ আসনে জাতীয় পার্টির নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
