Tue. Dec 3rd, 2024

পঞ্চগড়ে ১৭ বছর পরে প্রকাশ্যে জামায়াতের সমাবেশ ২৮ অক্টোবরের হামলায় জড়িতদের বিচার দাবি

পঞ্চগড় প্রতিনিধি:২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী লীগের লগি-বৈঠার বর্বরোচিত হামলা, নির্বিচারে গুলি বর্ষণে জড়িতদের বিচারের দাবি ও শহীদদের স্মরণে পঞ্চগড়ে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) বিকেলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্ত মঞ্চে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা। প্রায় দীর্ঘ ১৭ বছর পরে জামায়াতের প্রকাশ্যে কোন সমাবেশ অনুষ্ঠিত হলো।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, সেক্রেটারি দেলোয়ার হোসাইন, জেলা তারবিয়াত সেক্রেটারি শাহিদ আল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে জেলা, উপজেলা জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদদের বিচারের দাবিতে মামলা করা হলেও সেটি খারিজ করে দেয়া হয়। আওয়ামী লীগ সরকারের সময়কাল ছিলো বাংলাদেশে মানুষকে নির্যাতনের সময়কাল। এসময় তারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন ও তাদের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সাজানো মামলায় ফাঁসি দিয়েছে। তাই এখন সময় এসেছে প্রতিটি নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করার। ২৮ অক্টোবর হামলার সাথে যারা জড়িত ছিলো তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। তাদের বিচারের মুখোমুখি করা হবে। পরে ২৮ অক্টোবরসহ গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত শিবির ও ছাত্র জনতাসহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Related Post

Leave a Reply