মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্নার মাগফেরাত কামনায় চাঁপাইনবাবগঞ্জে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন বিএনপির আয়োজনে সোমবার (০৫ জানুয়ারী) বিকেলে মহিপুর কলেজ মাঠে এই দোয়া মাহফিল হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপি নেতৃবৃন্দ ও আলেম-ওলামারা। এসময় তারা বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন দেশপ্রেমিক ও দেশের স্বার্থে এক আপসহীন নেত্রী। তার মৃত্যুতে অপূরনীয় ক্ষতি হয়েছে দেশের। চলমান এমন অস্থিতিশীল পরিস্থিতিতে তার মতো দেশপ্রেমিকের প্রয়োজন। বক্তারা তার জীবনী নিয়ে আলোচনা ও তার জন্য সকলের দোয়া প্রার্থনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ-০৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশীদ, জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা কৃষক দলের সদস্য সচিব ও গোবরাতলা ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান তাসেম আলীসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
