ঢাকাWednesday , 7 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ বিতরণ।

Mahamudul Hasan Babu
January 7, 2026 12:08 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের বিরলে অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ (টিউবওয়েল) বিতরণ করা হয়েছে।
বিরল উপজেলায় আলোড়ন সৃষ্টকারী
মঙ্গলবার বিকালে উপজেলার ৪নং শহরগ্রাম ইউনিয়নের মুটুকপুরে বটতলী বাজারে অবস্থিত উইসডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশনের উদ্যোগে ৩৩টি অসহায় ও দুস্থ্য পরিবারের মাঝে বিনামূল্যে নলকূপ (টিউবওয়েল) ও নলকূপ স্থাপনের জন্য প্রয়োজনীয় জিনিসপত্রাদি বিতরণ করা হয়।

নলকূপ (টিউবওয়েল) বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-০২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র মনোনীত প্রার্থী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান একেএম আফজালুল আনাম।

অনুষ্ঠানে স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আদিল হোসেন এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক শাহিনুর ইসলামের সঞ্চালনায় নলকূপ বিতরণ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের ক্যাশিয়ার ও উইসডম ভ্যালি ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক রুবেল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা’র সেক্রেটারী আজমির হুসাইন, স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশনের সভাপতি নাঈম ইসলাম ও স্বেচ্ছাসেবক কুরবান আলী প্রমূখ।
উল্লেখ্য, স্বপ্ন-নাফিউ ফাউন্ডেশন এর সিইও শাব্বির আহমাদ এর উদ্যোগে সংগঠনটি বিভিন্ন ধরনের জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে । বিশেষ করে প্রতিবছর এই সংগঠনের মাধ্যমে শিক্ষাবৃত্তি, শীতবস্ত্র ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়ে থাকে।