ঢাকাFriday , 9 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে শিশুদের নিয়ে ‘শীত আনন্দ উৎসব’

Mahamudul Hasan Babu
January 9, 2026 2:26 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের একহাজার ২৮০ শিক্ষার্থীদের নিয়ে ‘শীত আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে শিক্ষার্থীদের মাঝে শীতের পোশাক, স্কুলব্যাগ ও বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে বোদা উপজেলার পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন শিশুস্বর্গ ফাউন্ডেশন এই শীত আনন্দ উৎসবের আয়োজন করে। এতে সহযোগিতা করে ওষুধ প্রস্তুত ও বিপণনকারী প্রতিষ্ঠান এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড। অনুষ্ঠানে প্রতিটি শিশুর হাতে একটি করে হুডি, উন্নতমানের স্কুলব্যাগ, খাতা-কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের জন্য ডিম ও মুরগির মাংস দিয়ে গরম খিচুড়ির আয়োজন করা হয়। এটি ছিল শিশুস্বর্গ ফাউন্ডেশনের চতুর্থ আয়োজন। এর আগে বোদা উপজেলার তেপুকুরিয়া উচ্চ বিদ্যালয়ে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৭২৪ জন, পঞ্চগড় উচ্চ বিদ্যালয়ে ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৮৬০ জন এবং পঞ্চগড় সুগার মিল মাঠে ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৩২০ জন শিশুর হাতে শীতের উপহার তুলে দেওয়া হয়। এভাবে জেলার পাঁচটি ভেন্যুতে মোট সাড়ে সাত হাজার শিশুকে নিয়ে এবারের শীত আনন্দ উৎসব আয়োজন করা হয়। অনুষ্ঠানে শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ স্বাগত বক্তব্য দেন। পাঁচপীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নাদিরা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক রায়হানুল আনম প্রধান রিয়েল এবং বিশিষ্ট সমাজসেবক হুমায়ুন কবীর লায়ন। শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবির আহমেদ আকন্দ বলেন, আজ এক হাজার ২৮০ জন শিশুকে শীতের পোশাক, শিক্ষা উপকরণ, স্কুলব্যাগ ও দুপুরের খাবার দেওয়া হয়েছে। পাঁচটি আয়োজনের মাধ্যমে মোট ৭ হাজার ৫০০ শিশুকে এই উপহার দেওয়া হচ্ছে। মূলত সুবিধাবঞ্চিত ও দরিদ্র শিশুদের শীতকালে যেন পড়াশোনায় ব্যাঘাত না ঘটে, সে লক্ষ্যেই আমাদের এই আয়োজন।