ঢাকাMonday , 12 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীনগরে ১০টি খড়ের পালায় দুর্বৃত্তের আগুন

Mahamudul Hasan Babu
January 12, 2026 7:23 am
Link Copied!

শ্রী মনোরঞ্জন চন্দ্র(রানীনগর)নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে রাতের অন্ধকারে ১০টি খড়ের পালায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার রাতোয়াল রাখালগাছিপাড়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এই অগ্নিকান্ডে খড়ের পালা পুড়ে গিয়ে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন খড়ের মালিকরা।

এ ঘটনায় রোববার বিকেলে আইনগত ব্যবস্থা চেয়ে তিনটি খড়ের পালার মালিক ভুক্তভোগী মাসুদ রানা নামে ব্যক্তি রাণীনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী মাসুদ রানা জানান, তার বাড়ির দক্ষিণে একটু দূরে নিজের দুইটি বড় ও একটি ছোট খড়ের পালা ছিল। বাড়ির আশেপাশে তার প্রতিবেশীদেরও খড়ের পালা রয়েছে। শনিবার গভীর রাতে কে বা কাহারা শত্রুতা করে তার তিনটিসহ ৪ ব্যক্তির ১০টি খড়ের পালায় আগুন ধরিয়ে দেয়। প্রতিবেশীদের চিৎকারে আমরা জানতে পেরে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি এবং রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিন্ত্রয়ণে আনেন। ততক্ষণে ১০টি খড়ের পালা পুড়ে ছাই হয়ে গেছে। এতে খড়ের মালিকদের প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি মো. আব্দুল লতিফ বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।