ঢাকাWednesday , 14 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পঞ্চগড়ে নির্বাচন ঘিরে সেনাবাহিনীর টহল জোরদার

Mahamudul Hasan Babu
January 14, 2026 12:24 pm
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি:  আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। যে কোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে জেলার বিভিন্ন এলাকায় টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে বুধবার বিকেলে (১৪ জানুয়ারি) সেনাবাহিনীর একটি টহল দল পঞ্চগড়ের বোদা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, প্রধান সড়ক ও জনসমাগমস্থলে টহল কার্যক্রম পরিচালনা করে। টহল ও পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট জাহিদ।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের জানমাল রক্ষা, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এ ধরনের টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।