ঢাকাSaturday , 17 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়ায় রাতের আঁধারে সড়কে জোড়াতালি

Mahamudul Hasan Babu
January 17, 2026 9:37 am
Link Copied!

মো.মেহেদী হাসান ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়া পৌরসভায় রাতের আঁধারে সড়কে কার্পেটিং এর কাজ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে শহরের মাস্টারপাড়া রোডে এই কাজ করা হয়। তবে এ সময় পৌরসভার কোন প্রকৌশলীকে ওই স্থানে দেখা যায়নি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পৌরসভার অধীনে গত নভেম্বর মাসে পৌর শহরের কলেজপাড়া মোড় থেকে মাস্টার পাড়া মোড় পর্যন্ত প্রায় ১৪ লাখ টাকা ব্যয়ে ৩৬৫ মিটার সড়কের সংস্কার কাজ করা হয়। স্থানীয় ঠিকাদার সংগীত কুমার পাল এই কাজ করেন। সে সময় অত্যন্ত নিম্নমানের কাজ করায় সপ্তাহ না পেরেতেই সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যায়। সে সময় জোড়াতালি দেওয়া হলেও কিছুদিন পরেই আবারো সড়ক নষ্ট হয়ে যায়। এতে ওইসব স্থানে বৃহস্পতিবার রাতে পুনরায় কার্পেটিং করে ঠিকাদার।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বেজ নির্মাণ অত্যন্ত নিম্নমানের হয়েছে। তাই সড়ক টিকছে না। এতে বারবার কার্পেটিং করলেও তা উঠে যাবে।

পৌরসভা নির্বাহী প্রকৌশলী আমিনুল ইসলাম বলেন, এটা রিপিয়ারিং কাজ ছিল। ঠিকাদার দিনের বেলাতে কাজ শেষ করতে না পারায় রাতে কাজ শেষ করেছে। প্রকৌশলীরা দিনের বেলাতে কাজের স্থানে ছিলেন। তবে রাতে থাকতে পারেননি।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী ও সরকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান বলেন, আমার জানামতে দিনের বেলায় কাজ হয়েছে। রাতের বেলায় কাজ হলে ছবি ভিডিও থাকলে পাঠান। তাহলে আমি সিদ্ধান্ত জানাতে পারব।