আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের ভ্যাকসিন না থাকায় মৃত্যুর ঝুঁকিতে কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা।
কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত ভুক্তভোগী কাথুলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হোসাইন মোহাম্মদ জানান, আজ থেকে ১৬দিন আগে আমার পায়ে ক্ষ্যাপা কুকুরে কামড় দিয়েছিল এরপর আমি ভ্যাকসিনের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে গেলে সরকারিভাবে জলাতঙ্কের ভ্যাকসিন সাপ্লাই নেই বলে জানান কর্মরত ডাক্তাররা।
অবশেষে তিনি কুষ্টিয়ার একটি ফার্মাসি থেকে এই ভ্যাকসিন সংগ্রহ করেছেন। তিনি আরো বলেন যে ভ্যাকসিন সরকারি হাসপাতালে সাপ্লাই নাই সেখানে ফার্মাসি ব্যবসায়ীরা কিভাবে সংগ্রহ করছে এটাই তার প্রশ্ন।
গাংনী উপজেলার কাথুলী গ্রামের সাবেক ইউপি সদস্য ভাবিরন নেছা জানান, আমার গ্রামের মৃত রজব মালিথার স্ত্রী মহিলা খাতুন ও একই গ্রামের কাসরুল ইসলামের শিশু ছেলেকে ক্ষ্যাপা কুকুরে কামড় দিয়েছিল, এ সময় তার পরিবারের লোকজন মেহেরপুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার সরকারী ভাবে ভ্যাকসিন সাপ্লাই নেই বলে তাদেরকে বিদায় করেন।
পরে ওই গ্রামের মেম্বারের অর্থনৈতিক সহযোগিতায় বাহিরের ফার্মাসি থেকে জলাতঙ্কের ভ্যাকসিন সংগ্রহ করে তাদের দেওয়া হয়েছে।ভাবিরন নেছা আরও বলেন, কিছু কিছু অসহায় পরিবার এই ভ্যাকসিন ক্রয় করতে না পারায় মৃত্যুর ঝুঁকিতে আছে।
এ ব্যাপারে উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা জানান, সরকারি হাসপাতাল গুলোতে সরকারি ভ্যাকসিন সাপ্লাই না থাকায় অধিকাংশ মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে, অবিলম্বে সরকারি হাসপাতালগুলোতে জলাতঙ্কের ভ্যাকসিন সাপ্লাইয়ের অনুরোধ করেন।
এব্যাপারে গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল আজিজ জানান, আমরা স্বাস্থ্য অধিদপ্তরে ভ্যাকসিনের চাহিদা পাঠিয়েছি, দ্রুত সময়ের মধ্যেই বিষয়টা সমাধান হবে, ভ্যাকসিন না থাকায় কুকুর ও বিড়ালের কামড়ে আক্রান্ত রোগীরা ভোগান্তির মধ্যেও রয়েছে।
