বাদশা আলম শেরপুর (বগুড়া) প্রতিনিধি :বগুড়া শেরপুরের একটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের কক্ষের তলা ভেঙ্গে দুঃসাহসিক চুরির সংঘটিত হয়। এতে ওই শিক্ষা প্রতিষ্ঠানের কম্পিউটার, ল্যাপটপ, নগদ টাকা সহ মূল্যবান সামগ্রী চুরি যায়।
ঘটনাটি গত সোমবার (১৯ জানুয়ারি) গভীর রাতে উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের বেটখৈর উচ্চ বিদ্যালয়ে ঘটেছে।
তবে মঙ্গলবার বিকালে চুরির ঘটনার কথা নিশ্চিত করেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক সরকার।
তার দেওয়া তথ্য মতে গত ১৯ জানুয়ারি বিকেলে যথারীতি বিদ্যালয় ছুটি হবার পর প্রতিষ্ঠান তালাবদ্ধ করে চলে যায়। পরদিন মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯ টার দিকে প্রতিষ্ঠানে উপস্থিত হয়ে দুটি কক্ষের তালা ভাঙ্গা অবস্থায় দেখতে পায়। এ সময় তিনি ও অন্যান্য শিক্ষকরা কক্ষগুলোর ভিতরে গিয়ে দেখে প্রতিষ্ঠানের একটি কম্পিউটার, প্রিন্টার, একটি ল্যাপটপ, একটি প্রজেক্টর,স্ক্যানার, সরকারি ওয়াইফাই রাউটার, দুটি ইলেকট্রিক দেওয়াল ঘড়ি সহ হিসাব পরিচালনার জন্য ড্রয়ারে রাখা আনুমানিক ২০হাজার টাকা চুরি হয়ে গেছে।
তবে সঙ্ঘবদ্ধ চোরের দল ঘটনার রাত ১০টা থেকে ভোর রাত পর্যন্ত এই দুঃসাহসিক চুরি সংঘটিত হতে পারে।
এ প্রসঙ্গে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রেজাউল হক সরকার বলেন, প্রতিষ্ঠানের শিক্ষার কাজে ব্যবহৃত সামগ্রীগুলো চুরি হওয়ায় ব্যাপক ক্ষতি সাধন হলো। তাছাড়া ইতিপূর্বেও এ প্রতিষ্ঠানের বৈদ্যুতিক তার সহ অন্যান্য মালামাল চুরি হয়েছিল। অদ্যবধি উদ্ধার হয়নি। এ বিষয়ে প্রতিষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করে শেরপুর থানায় এটা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এ প্রসঙ্গে শেখর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইব্রাহিম আলী জানান, ওই শিক্ষা প্রতিষ্ঠানে চুরি যাওয়া সংক্রান্ত একটা লিখিত অভিযোগ পেয়েছি। ইতিমধ্য থানা পুলিশের পক্ষ থেকে তদন্ত চলছে।
