ঢাকাFriday , 23 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

প্রভাবশালী চক্রের মাটি লুটপাট

Mahamudul Hasan Babu
January 23, 2026 5:44 pm
Link Copied!

শামীম আহমেদ ভাংগুড়া ( পাবনা) পাবনার ভাঙ্গুড়া উপজেলার দিলপাশা ইউনিয়নের মাগুড়া গ্রামে প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে অবৈধভাবে মাটি কেটে বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে চলছে এই মাটির ব্যবসা, অথচ কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।গ্রামবাসীর অভিযোগ, ফসলি জমি ও আশপাশের উঁচু স্থান থেকে রাত-দিন নির্বিচারে মাটি কেটে ডাম্প ট্রাকে করে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে একদিকে যেমন কৃষিজমি নষ্ট হচ্ছে, অন্যদিকে পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, প্রভাবশালী মহলের ছত্র ছায়ায় থাকায় কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। যারা প্রতিবাদ করার চেষ্টা করেছেন, তাদের নানাভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত ও অবৈধ মাটি কাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ প্রসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।