ঢাকাMonday , 26 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে কৃতি সন্তান ড.রাশিদুল হাসানের পিএইচডি ডিগ্রি অর্জন

Mahamudul Hasan Babu
January 26, 2026 3:49 pm
Link Copied!

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে গাইবান্ধা ইউনিয়নের ঐতিহ্যবাহী নাপিতের চর এলাকার কৃতি সন্তান রাশিদুল হাসান পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে দীর্ঘ অধ্যবসায়,নিষ্ঠা ও মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এই সর্বোচ্চ শিক্ষাগত ডিগ্রি অর্জনে সক্ষম হন।
ড.রাশিদুল হাসান প্রখ্যাত শিক্ষাবিদ সাবেক হেডমাস্টার ইয়াসিন আলী মৌলভী সাহেবের নাতি। তিনি শামছুল হুদা (বিএসসি) ও রওশনআরা তালুকদারের সন্তান। বাবা-মা উভয়েই দীর্ঘদিন স্কুল শিক্ষক হিসেবে নিষ্ঠার সঙ্গে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন। এমন এক শিক্ষাবান্ধব পরিবেশে বেড়ে ওঠার ফলে শৈশব থেকেই ড.রাশিদুল হাসান জ্ঞানচর্চা,শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে নিজেকে গড়ে তুলেছেন। গত ১১-০১-২৬ তারিখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের সভায় তাঁর পিএইচডি ডিগ্রি আনুষ্ঠানিক ভাবে অনুমোদিত হয়।
ড.রাশিদুল হাসানের এই সাফল্য শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয় এটি তাঁর পরিবার,শিক্ষকবৃন্দ,শুভানুধ্যায়ীসহ  সমগ্র উপজেলাবাসীর জন্য গর্ব ও অনুপ্রেরণার বিষয়।
তিনি তাঁর অর্জিত জ্ঞান ও গবেষণালব্ধ অভিজ্ঞতা সমাজ উন্নয়ন,শিক্ষা বিস্তার এবং মানুষের কল্যাণে কাজে লাগানোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
ভবিষ্যতে সুযোগ পেলে তিনি ইসলামপুরবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে আগ্রহ প্রকাশ করেন,যাতে তাঁর মেধা ও দক্ষতা এলাকার সার্বিক উন্নয়নে কার্যকর ভাবে কাজে লাগানো যায়।