মোঃ আলী শেখ, স্টাফ রিপোর্টার :আরাফ বাংলাদেশ গণ মানুষের জন্য ভবিষ্যতে কাজ করে যাবে এমন মন্তব্য করেছেন ইসলামীক মানবিক উন্নয়ন সংস্থা আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাত।
তিনি আরোও বলেন, আরাফ বাংলাদেশ ভবিষ্যতে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা হিসেবে সমগ্র বাংলাদেশে এই মানবিক উন্নয়নের জন্যই কাজ করে যাবে। আমার সারাবছরই কোন না কোন ভালো কাজ করছি। আমাদের এই প্রকল্পের মধ্যে উত্তরবঙ্গের তেতুলিয়ায়ও এই শীতার্ত মানুষের জন্য এই প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ।
ইসলামী মানবিক উন্নয়ন সংস্থা আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন আরাফ বাংলাদেশ এর পক্ষ থেকে প্রতি বছরের মত এবারও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন।
(২৮ জানুয়ারি বুধবার) সকাল ১১টায় মাদারীপুরের রাজৈর সরকারি ডিগ্রি কলেজের অডিটোরিয়ামে কলেজের প্রিন্সিপাল মরিয়ম মুজাহিদার সভাপতিত্বে ও আরাফ বাংলাদেশের প্রতিষ্ঠা ও পরিচালক সাংবাদিক সুজন হোসেন রিফাতের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণের উদ্বোধন করেন রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো মাহফুজুল হক।
এসময় আরোও উপস্থিত ছিলেন রাজৈর থানার অফিসার ইনচার্জ শেখ মো আমিলুন ইসলাম, আরাফ বাংলাদেশের পরিচালক মো শাওন করিম, পরিচালক হাবিবুর রহমান আকন, সিনিয়র সাংবাদিক কাওসার আলম মিঠু, এস এম জাকির হোসেন ডাবলু, আইপি হোসমসের ডিরেক্টর ইমাম শাহরিয়ার, সাগর হোসেন তামিম, অনাদি কুমার মন্ডল, আরিফুজ্জামান টিপু বেগ, রিয়াজ মাহমুদ, এস এম মেহেদী হাসান সনেট, সঞ্জয় দাশ, আবু বক্কর।
ইউএনও মো মাহফুজুল হক বলেন, সর্ব প্রথম আল্লামা রুহুল আমিন (রহঃ) ফাউন্ডেশন আরাফ বাংলাদেশকে কৃতজ্ঞতা জানাতে চাই তারা আসলে এতো সুন্দর একটা আয়োজন করেছে কারন সরকারের পক্ষ থেকে আসলে সবাইকে সহায়তা করা সম্ভব হয় না।
তিনি আরোও বলেন, এবার ইউনিয়নগুলোর জন্য কম্বল বরাদ্দ হয়েছে কিন্তু পৌরসভার জন্য বরাদ্দ দেওয়া হয়নি, এর জন্য যে ওনার এগিয়ে এসেছেন তার জন্য পৌরসভার বাসিন্দারা কম্বল পেয়েছেন। আমি আসলে আহবান করবো সমাজের যারা বৃত্তবান আছেন, তারা এগিয়ে এলে আসকে সবাই এই সহায়তা পায়।
এসময় রাজৈর উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।
