Wed. Dec 18th, 2024

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির গনকবরে পুষ্প মাল্য অর্পণ এবং মিছিল ।

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপির গনকবরে পুষ্প মাল্য অর্পণ এবং মিছিল ।

শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা বিএনপির উদ্যোগে মিছিল শেষে গনকবরে পুস্পমাল্য অর্পণ করা হয়। মেহেরপুর জেলা বিএনপি’র সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল ইসলামের নেতৃত্বে মেহেরপুর শহরের বড়বাজার থেকে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত গণ কবরে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

এই সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ন আহবায়ক আমিরুল ইসলাম, যুগ্ম আহবায়ক ফয়েজ মোহাম্মদ, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন, জেলা যুবদলের জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুজাইফা- ডিক্লেয়ার প্রমুখ ।

মেহেরপুর পৌর বিএনপি, সদর উপজেলা ও মুজিবনগর বিএনপির উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিছিল ও পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।

শনিবার সকালের দিকে মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুনের নেতৃত্বে মেহেরপুর জেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ, জেলা বিএনপির নবনির্বাচিত যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর বিশ্বাস, সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজন, জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রুমানা আহমেদ প্রমুখ উপস্থিত থেকে পুষ্পমাল্য অর্পণ করেন।

Related Post

Leave a Reply