ঢাকাSunday , 29 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে উপজেলা আইন শৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
December 29, 2024 1:55 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে উপজেলা চোরাচালান প্রতিরোধ ও আইন শৃংখলা কমিটির মাসিক সভা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ রবিবার সকাল ১১ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা,গাংনী উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা, শ্রী সুপ্রভা রানী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দীন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন প্রমুখ।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন সহ বিভিন্ন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ প্রমুখ ।
এছাড়াও পৌর সভার সচিব প্রকৌশলী শামীম রেজা,র‌্যাবের প্রতিনিধি , বিজিবির কাজীপুর কোম্পানী কমান্ডারের প্রতিনিধি, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।
গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান, আইনশৃংখলা রক্ষায় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিক সহ সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সহযোগিতা ছাড়া আইন শৃঙখলা পরিস্থিতি ভাল রাখা কঠিন। উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা বলেন, সকল পর্যায়ের ব্যক্তিবর্গের সহযোগিতা ছাড়া বিশেষ করে গণমাধ্যম কর্মীরা সমাজের আয়না তাই আইন শৃঙখলা পরিস্থিতি ভাল রাখতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন।
আমরা সকলে মিলে একটি সুন্দর গাংনী গড়তে চাই।