Wed. Jan 1st, 2025

গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত হয়েছে। তারুণ্যের উৎসব-২০২৫ নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘ এসো দেশ বদলাই পৃথিবী বদলাই ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে আজ রবিবার সকাল সাড়ে ১১ টার সময় অনুষ্ঠিত হয়েছে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর সভাপতিত্বে অনুষ্ঠিত তারুণ্যের উৎসব সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা,গাংনী উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, গাংনী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা, শ্রী সুপ্রভা রানী, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মোত্তালিব আলী, উপজেলা সমাজ সেবা অফিসার আরশাদ আলী,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা শিক্ষা অফিসার নাসিরউদ্দীন ,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন প্রমুখ।
মাসব্যাপী তারুণ্যের উৎসবে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে। ইউনিয়নের ওয়ার্ড পর্যায় থেকে পৌর সভা, উপজেলা, জেলা ও বিভাগ এমনকি জাতীয় পর্যায় পর্যন্ত তরুণ প্রজন্মকে নানা বিষয়ে পারদর্শী করতে খেলাধূলা, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কনসহ নানা ইভেন্ট এর আয়োজন করা হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান ও স্থাণীয় সরকার বিভাগ এমনকি উপজেলা পর্যায়ে সকল অধিদপ্তরের মাধ্যমে নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মুহঃ আলম হুসাইন সহ বিভিন্ন ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানবৃন্দ প্রমুখ ।
এছাড়াও পৌর সভার সচিব প্রকৌশলী শামীম রেজা,র‌্যাবের প্রতিনিধি , বিজিবির কাজীপুর কোম্পানী কমান্ডারের প্রতিনিধি, সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডামসহ বিভিন্ন দপ্তরের অফিসারবৃন্দ।
আমরা সকলে মিলে একটি সুন্দর তরুণ প্রজন্ম গড়ে তুলতে চাই।

Related Post

Leave a Reply