এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) উপজেলা প্রতিনিধি : দিনাজপুরের বিরলে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেছে উপজেলা তাঁতীদল।
রোববার সকাল থেকে বিরল পৌর শহরসহ উপজেলার বিভিন্নস্থানে সাধারণ জনগণের মাঝে উপজেলা তাঁতীদলের আহবায়ক লুৎফর রহমান এর নেতৃত্বে লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা তাঁতীদলের আহবায়ক লুৎফর রহমান বলেন, দেশের প্রতিটি মানুষের কাছে ধানের শীষ প্রতীকটি পৌঁছে দেওয়া এবং ছাত্র-জনতার আন্দোলনের পর সারাদেশে যে রাষ্ট্র সংস্কারের দাবি উঠেছে তারই অংশ হিসেবে তারেক রহমান ও বিএনপির ২ বছর পূর্বে দেওয়া রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ লিফলেট বিতরণ করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা সিনিয়র প্রভাষক মিজানুর রহমান, পৌর বিএনপির সহ-সভাপতি আশাদুল হক (হিরা), উপজেলা তাঁতীদলের সদস্য সচিব আব্দুস সামাদ পুলক, যুগ্ম-আহবায়ক নুর ইসলাম (বাচ্চু), খাইরুল আলম মিলন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মামুনুর রশীদ মামুন, জাহাঙ্গীর আলম ও ১০ নম্বর ইউনিয়ন তাঁতীদলের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন প্রমূখ।