এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুত্বর আহত হয়েছে। আহত স্বামী আজিজুর রহমান (৬০) ও তার স্ত্রী নাছরিন বেগম (৪০) কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এব্যপারে থানায় লিখিত এজাহার দায়ের করা হয়েছে।
গত শুক্রবার বিকালে বিরল পৌর শহরের উত্তর রবিপুর গ্রামে এ হামলার ঘটনাটি ঘটে।
আহত ও স্থানীয় একাধিক সূত্র জানায়, বিরল পৌর সভার ৩নং ওয়ার্ডের উত্তর রবিপুর গ্রামের মৃতঃ নফিল উদ্দীনের ছেলে মনুছুর আলী (৫৬) ও মৃতঃ তফিল উদ্দীনের ছেলে চাচাতো ভাই আজিজুর রহমান (৬০) গনের সাথে একই গ্রামের প্রতিপক্ষ মৃতঃ ফজলুর রহমানের ছেলে প্রতিপক্ষ রেজাউল ইসলাম (৪২) ও এনামুল ইসলাম (৩৭) গনের দীর্ঘদিন যাবত জমিজমা সংক্রান্ত পূর্ব শক্রুতার জের চলে আসছিল। শুক্রবার বিকালে আসরের নামাজ আদায়ের জন্য মনছুর ও আজিজুর বিবাদীগনের বাড়ীর পাশ দিয়ে মসজিদে যাবার সময় পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষ রেজাউল ইসলাম ও এনামুল ইসলামসহ ১০-১২ জন বিবাদী দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে মনছুর ও আজিজুরের উপর হামলা চালায়। এসময় মনছুর পালিয়ে মসজিদে যেতে সক্ষম হলেও আজিজুর হামলার শিকার হোন। আজিজুরকে বাঁচাতে তাঁর স্ত্রী নারগিছ বেগম আসলে তাঁকেও বেদম মারপিট করে প্রতিপক্ষরা। এ সময় স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করেন। স্বামী-স্ত্রী দু’জনে বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় মনছুর আলী বাদী হয়ে ঘটনার বিষয় উল্লেখ করে বিরল থানায় লিখিত এজাহার দায়ের করেছে।
এব্যপারে বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর জানান, লিখিত এজাহার পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।