আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : : যশোরের আরবপুর ইউনিয়নের খোলা ডাঙ্গায় ব্রাক অফিসের পাশে বাড়ি ও জমিতে একজন ব্যক্তি নিজের জমি খুজে না পেয়ে অপরের জমি দখলের চেষ্টায় ভাংচুরের অভিযোগ উঠেছে শাপলা পারভীন নামে এক নারী। তিনি ঝিনেদাহ জেলার কালীগঞ্জ পৌরসভার থানা পাড়া বা থানা পশ্চিমপাড়া গ্রামের মহিউদ্দীন আহমেদের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরবপুর ইউনিয়নের ৭৮নং খোলাডাঙ্গা মৌজায় এস.এ-১৮৯, ৩১৯, ১৫৪ ও ৬১৮ নং খতিয়ানভুক্ত এস.এ-৫৯৬, ৬১৯, ৬১৮, ৬২০ ও ৬২১ নং দাগের যে জমাজমি লেখা যায় তাহা বিগত ইংরেজী ১৮/০৬/১৯৫২ তারিখে যশোর সদর সাব-রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ৪৯২৩ নং বন্দোবস্ত দলিল মূলে মোঃ মৌদুদার রহমান গং স্বত্ত্ব প্রাপ্ত হইয়া ভোগ দখল পরিচালনা করিতে থাকাবস্থায় বিগত এস.এ রেকর্ডে উক্ত মোঃ মৌদুদার রহমান গং দের নামে রেকর্ড লিপিবদ্ধ করাইয়া ভোগ দখল পরিচালনা করিতে থাকাবস্থায় উক্ত মোঃ মৌদুদার রহমান গং তাহারা ভোগ দখলের সুবিদার্থে বিগত ইংরেজী ১৭/০৩/১৯৯০ তারিখে যশোর সদর সাব-রেজিস্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ৬৪ নং বালাম বহির ২২০-২৩০ নং পৃষ্ঠায় লিপিব্ধকৃত ৩৪৪২ নং বন্টননামা দলিল মূলে তাহাদের অপরাপর শরিকগণের মধ্যে বিভাগবন্টন করতঃ উক্ত মোঃ মৌদুদার রহমান, হাফিজুর রহমান ও মফিজুর রহমান প্রত্যেকে তাহার প্রাপ্ত অংশ মোতাবেক পৃথক পৃথক ভাবে স্বত্ত্ব প্রাপ্ত হইয়া ভোগ দখল পরিচালনা করিতে থাকাবস্থায় ৩০ ও ৩১ ধারার আপত্তি কেসের মাধ্যমে হাল জরিপের আর.এস চূড়ান্ত-১৬২৬ নং খতিয়ানভূক্ত জমিতে উক্ত মোঃ মৌদুদার রহমান তাহার নিজ নামে ১০০০ অংশে রেকর্ড লিপিবদ্ধ করাইয়া ভোগ দখল পরিচালনা করিতে থাকাবস্থায় উক্ত মোঃ মৌদুদার রহমান বিগত ইংরেজী ২৭/০৮/২০০৬ তারিখে যশোর সদর সাব-রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ২৫১ নং বালাম বহির ৪২-৫২ নং পৃষ্ঠায় লিপিব্ধকৃত ৭৩০৪ নং হেবার ঘোষণাপত্র দলিল মূলে মোঃ খালেকুর রহমান এর বরাবর হস্তান্তর করেন। তৎপর উক্ত মোঃ খালেকুর রহমান তাহাতে হেবা স্বত্ত্বে স্বত্ত্ব প্রাপ্ত হইয়া ভোগ দখল পরিচালনা করিতে থাকাবস্থায় বিগত ইংরেজী ০৯/১০/২০০৭ তারিখে যশোর সদর সাব-রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ৮৪৭১ নং হেবার ঘোষণাপত্র দলিল মূলে মোছাঃ রুমি বেগম এর বরাবর হস্তান্তর করেন। তৎপর উক্ত মোছাঃ রুমি বেগম তাহাতে হেবা স্বত্ত্বে স্বত্ত্ব প্রাপ্ত হইয়া ভোগ দখল পরিচালনা করিতে থাকাবস্থায় বিগত ইংরেজী ২৫/০৮/২০১১ তারিখে যশোর সদর সাব-রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ৯৯৭০ নং কবলা দলিল মূলে ০৫ শতক জমি মোঃ আরমান আলী ও কামরুন্নাহার দের বরাবর বিক্রয় করেন। তৎপর উক্ত মোঃ আরমান আলী ও কামরুন্নাহার তাহাতে খরিদা স্বত্ত্বে স্বত্ত্ব প্রাপ্ত হইয়া ভোগ দখল পরিচালনা করিতে থাকাবস্থায় বিগত ইংরেজী ০৪/০৬/২০১২ তারিখে যশোর সদর সাব-রেজিষ্ট্রী অফিসে রেজিষ্ট্রীকৃত ৫৭৭১ নং কবলা দলিল মূলে ০৫ শতক জমি আমি অত্র দলিলের দাতা মোঃ ছাদেকুর রহমান আমার বরাবর বিক্রয় করেন। তৎপর আমি তাহাতে খরিদা স্বত্ত্বে স্বত্ত্ব প্রাপ্ত হইয়া ভোগ দখল পরিচালনা করিতে থাকাবস্থায় স্থানীয় ভূমি রাজস্ব অফিসে ৪০৯৭/৯-১/২০-২১ নং কেসের মাধ্যমে আমার নিজ নামে নামপত্তন করতঃ সেপারেশন-২৩৮০ নং খতিয়ানভুক্ত জমিতে মালেক সেরেস্তায় বকেয়া কর-খাজনা প্রদান করিয়া এযাবৎ নিরংকুশ ভাবে ভোগ দখল পরিচালনা করিয়া আসিতেছে। এমতাবস্থায় দাতা মোঃ ছাদেকুর রহমানের নিকট থেকে সাফ কবলা দলিল মূলে ০৫ শতক জমি পৃথক ভাবে আড়াই শত করে ক্রয় করেন ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর বোটঘাট রোডের মোঃ হাফিজুর রহমান মোহাম্মদ আলী জিন্নাহ ও বর্ণি গ্রামের মরহুম মাওলা বকসের ছেলে মোঃ হুমায়ুন কবির। বর্তমানে উক্ত জমি তাদের দখলে থাকাকালীন সময়ে শুক্রবার (১০ জানুয়ারী) অনুমান সকাল ৯টার সময় শাপলা পারভীন ও তার সাথে নাম না জানা একাধিক ব্যক্তি হাঠাৎ করে উপস্থিত হয়ে উক্ত জমিতে থাকা স্থাপনা ভাংচুর করে কাটাতারের বেড়া নির্মাণ করেন এবং বলেন এটা আমার জমি। ডিসি ও এসপি অফিস থেকে আমাকে বেড়া দিতে বলেছেন। কিন্তু স্থানীয় পর্যায়ে লোকজন তাদের নিকট ডিসি ও এসপি অফিসের লিখিত অনুমোদন দেখতে চাইলে শাপলা পারভীন দেখাতে ব্যর্থ হন। এটা নিয়ে জমির মালিক পক্ষ ও এলাকায় সাধারণ মানুষের মধ্যে বিরাট ক্ষোভ সৃষ্টি হলে তাৎক্ষনিক শাপলা পারভীন ঘটনাস্থল ত্যাগ করেন। এই ঘটনা নিয়ে মালিক পক্ষ আইনগত সহযোগিতা চেয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করবে বলে জানা গেছে।