ঢাকাSaturday , 22 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে উত্তর জেলা এলডিপি’র শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ

Mahamudul Hasan Babu
February 22, 2025 1:52 pm
Link Copied!

অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা এলডিপি’র উদ্যোগে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর দলীয় কার্যালয়ে উত্তর জেলা এলডিপি’র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য ফজলুল কাদের তালুকদারের সভাপতিত্বে ও সহ-সাধারণ সম্পাদক জসীম উদ্দীনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন, উত্তর জেলা এলডিপি’র সাধারণ সম্পাদক এসএম নিজাম উদ্দিন, এলডিপি নেতা এস এম আবুল হোসেন আবু, মো.নুরুল আমিন, মো. নাসির, মো. মোস্তফা, মো. জুনায়েদ, মোহাম্মদ রাসেল, মো. কাইয়ুম উদ্দিন, মোহাম্মদ এমরান ফারুকী, এস এম আবুল কালাম আজাদ, মো. রাশেদ প্রমুখ। সাধারণ সম্পাদক এস এম নিজাম উদ্দিন বলেন, ৫ আগস্ট গণঅভ্যুথানে যাঁদের প্রাণের বিনিময়ে বিপ্লব সাধিত হয় তাঁদেরকে স্মরণে রেখে আগামী বাংলাদেশে যেন সুষ্ঠ গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, তার জন্য দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।