জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মো. নেয়ামত উল্লাহকে আহ্বায়ক, মাসুম বিল্লাহকে সদস্য সচিব ও তুষার সাব্যসাচীকে মূখপাত্র করে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল তাদের ভেরিফাইড পেইজে এ আহ্বায়ক কমিটি করেছে এমন পোস্ট দেন।
৩১২ জন সদস্যের বড় আকারের আহ্বায়ক কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১২ জনকে যুগ্ম সদস্য সচিব এবং ২৪ জনকে সাংগঠক ও ১২ জনকে সহ-মুখপাত্র করা হয়েছে। বাকিদের আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে রাখা হয়েছে।
আহ্বায়ক কমিটির বিষয়ে মো. নেয়ামত উল্লাহ বলেন, ৬ মাসের জন্য আমাদের এই কমিটি ঘোষণা করা হয়েছে। শুরুতে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজ পর্যায়ে কমিটি গঠন করব। আমরা যেভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখব।