ঢাকাSaturday , 22 February 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার আহবায়ক কমিটি গঠিন

Mahamudul Hasan Babu
February 22, 2025 1:57 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মো. নেয়ামত উল্লাহকে আহ্বায়ক, মাসুম বিল্লাহকে সদস্য সচিব ও তুষার সাব্যসাচীকে মূখপাত্র করে মাদারীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল তাদের ভেরিফাইড পেইজে এ আহ্বায়ক কমিটি করেছে এমন পোস্ট দেন।
৩১২ জন সদস্যের বড় আকারের আহ্বায়ক কমিটিতে ১২ জনকে যুগ্ম আহ্বায়ক, ১২ জনকে যুগ্ম সদস্য সচিব এবং ২৪ জনকে সাংগঠক ও ১২ জনকে সহ-মুখপাত্র করা হয়েছে। বাকিদের আহ্বায়ক কমিটির সদস্য হিসাবে রাখা হয়েছে।
আহ্বায়ক কমিটির বিষয়ে মো. নেয়ামত উল্লাহ বলেন, ৬ মাসের জন্য আমাদের এই কমিটি ঘোষণা করা হয়েছে। শুরুতে উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও কলেজ পর্যায়ে কমিটি গঠন করব। আমরা যেভাবে বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলাম ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখব।