ঢাকাTuesday , 4 March 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে আ.-ছাত্রলীগের আরও ৩৬ নেতাকর্মী গ্রেফতার

Mahamudul Hasan Babu
March 4, 2025 1:43 pm
Link Copied!

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩৬ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টা থেকে শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের মিডিয়া এন্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মাহমুদা বেগম জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে ৩৬ জনকে গ্রেফতার করা রয়েছে।
গ্রেফতারকৃতরা হল- বন্দর থানা ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আজম (৬০), নুর উদ্দিন (৩০), মোহাম্মদ হোসেন (২৫), মো. মাসুদ চৌধুরী (৩৭), মো. রাকিব মৃধা (২০), বিষ্ণু নাথ (২৪), তোরাফ ফকির (৩৪), মো. তসলিম (২৩), মো. হাসান (২০), চরলক্ষ্যা ইউনিয়ন যুবলীগের সংগঠক মোহাম্মদ মহসিন (৩৬), মোহাম্মদ নাজিমউদ্দিন (৫৬), মো. নুরে আলম প্রকাশ নুরু (২৫), রবি (১৮), মো. নাহিদ (১৯), মো. মুন্না আমিন (৩১), আয়েশা বেগম (৩২), আনোয়ার সাদেক (২৬), মো. সুমন (২৫), আইমান জাওয়াদ নাবিল (১৮), মো. রবিউল প্রকাশ মালু প্রকাশ মাইল্লা (৩৫), মো. লোকমান (৬৬), মোহাম্মদ জামিল হোসেন (১৮), চুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি সাগরময় আচার্য্য (২৭), মো. আনোয়ার (২২), স্বেচ্ছাসেবকলীগ চট্টগ্রাম মহানগরের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন সাকিব (৩০), মো. ইমরান কাজী (২০), মো. সোহেল(৩১), মো. শহীদুল ইসলাম (৩০), রবিউল হোসেন (৩০), মো. সুজন (৩০), মো. জুয়েল (৩০), সৈয়দ আলম (২৬), সেলিনা আক্তার (২৪), হামিদা বেগম (৪০), মো. রাসেল (৪০) ও মো. লিয়াকত আলী (২৫)।