চট্টগ্রাম ব্যুরো: জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)’র চট্টগ্রাম মহানগর শাখার ১০১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। জিসাসের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক চিঠিতে উক্ত কমিটি অনুমোদন দেয়া হয়। এতে এড. কানিজ কাউসার চৌধুরী রিমাকে সভাপতি ও কামাল আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অপরাপর সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক গীতিকার মোস্তফা সাগর, সহ সাংগঠনিক সম্পাদক মো. বেলাল হোসেন হিমেল সিনিয়র সহসভাপতি মো.আব্দুল্লাহ, সহ-সভাপতি এড.মাহমুদ উল আলম চৌধুরী মারুফ, এড. নাজ আফরীন সিরাজী কাকলি, আতিকুল ইসলাম মেম্বার, দোলন বড়ুয়া, মির্জা নুরুল আলম,মো.বাহার ,জুয়েল মো. বিল্লাহ,
যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, মো. ফারুক, এড.শারভিয়া শাওলিন,জাহেদুল হক রুবেল, এড.ফাহমিদা আকতার, সাংস্কৃতিক সম্পাদক শিল্পী সৈয়দা তানজিলা ইসলাম মিম, সহ সাংস্কৃতিক সম্পাদক অভিনেত্রী তারা বানু, বড়ুয়া প্রচার সম্পাদক জুয়েল, মহিলা সম্পাদিকা এড. রোবাতুল আফরীন টুম্পা, সহ মহিলা সম্পাদিকা এড.ফাইজা সুলতানা, নাট্য বিষয়ক সম্পাদক মফজল মিয়া, অর্থ সম্পাদক শামসুল আলম, সহ অর্থ সম্পাদক জমির উদ্দিন প্রমূখ।