মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেজমতপুর তালুকদার পাড়া’র একজন উদ্যমী যুবক মাসুদ তালুকদার আজ সবার আলোচনায়। কৃষিকাজে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্যে তিনি বেছে নিয়েছেন ব্যতিক্রমী একটি ফসল আঙ্গুর। যেখানে সাধারণত ধান, গম কিংবা সবজি চাষই বেশি প্রচলিত, সেখানে আঙ্গুর চাষ করে মাসুদ নজর কেড়েছেন সকলের।
মাসুদের এই উদ্যোগ শুরু হয় মাত্র দুই বছর আগে। পরিবারকে সুস্বাদু ফরমালিন মুক্ত ফল খাওয়ানোর চিন্তা থেকে তিনি নিজের বাগান বাড়ির সাড়ে ২৭ শতাংশ জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ শুরু করেন। প্রথম বছরেই ফলন কম হলেও তিনি এই খাতে আরও বিনিয়োগ করেন এবং সম্প্রসারণ করেন আঙ্গুর বাগান।
বর্তমানে তার বাগানে ২৫ ধরনের আঙ্গুর চাষ করছেন এবং সাথে বিভিন্ন প্রজাতির আঙ্গুরের চারাও বিক্রি করেন। আঙ্গুর চাষে রোগবালাই তুলনামূলকভাবে কম এবং নিয়মিত পরিচর্যা করলে ফলনও হয় ভালো। বাজারে আঙ্গুরের চাহিদা থাকায় তিনি এটি বাণিজ্যিকভাবে গড়ে তোলার স্বপ্ন দেখছেন। পীরগঞ্জের মাটিতে আঙ্গুর চাষ করে মাসুদ তালুকদার শুধু নিজের ভাগ্য পরিবর্তনের নয়, বরং গোটা এলাকার কৃষির চিত্র বদলানোর সম্ভাবনা তৈরি করছেন।
চাই শুধু আরও কিছু সহযোগিতা এবং সাহসী মনোভাব হলেই পীরগঞ্জ হবে দেশের অন্যতম আঙ্গুর উৎপাদনকারী এলাকা, এমনটাই বিশ্বাস এই তরুণ উদ্যোক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা সাদেকুজ্জামান সরকার জানান পীরগঞ্জে আঙ্গুর শখের বসে দীর্ঘদিন থেকেই হলেও টক হওয়ার কারনে বাণিজ্যিকভাবে গড়ে ওঠেনি। মাসুদ তালুকদার ২ বছর ধরে চাষাবাদ শুরু করলেও এ বছর তিনি ভিন্ন প্রজাতির আঙ্গুর তাঁর বাগানে চাষ হচ্ছে কৃষি অফিস পর্যবেক্ষন ও পরামর্শ দিয়ে যাচ্ছেন।