এম,এ কুদ্দুস বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে নিষিদ্ধ ৪৯ ভারতীয় বোতল মদ উদ্ধার করেছে বোর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
বুধবার দিবাগত রাত পৌনে ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)’র অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি’র একটি টহলদল সীমান্ত পিলার নং ৩৫০/৫-এস থেকে ১ কি.মি. দূরে উপজেলার ৬নং ভান্ডারা ইউনিয়নের সীমান্তবর্তী গোপালপুর তেতুলতলা নামক এলাকা থেকে মালিক বিহীন অবস্থায় এই ৪৯ বোতল ভারতীয় মদ উদ্ধার করে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় বসবাসরত স্থানীয় জনসাধারণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতসহ সীমান্তরক্ষা, চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচার প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে প্রশংসনীয়ভাবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। ভবিষ্যতেও এধরণের মাদক বিরোধী অভিযান পরিচালনা অব্যাহত রেখে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে বিজিবি বদ্ধপরিকর।